চুপকথা-১
রুপকথার এক গল্প বলি
মন দিয়ে সব শোন,
জানলে আগে কথার মাঝে
ভুল ধরো না কোন।
বলবে যা সব গল্প শেষে
কাগজ কলম রাখো,
কোথায় কি ভুল একে একে
লিখতে সবাই থাকো।
মন্দ কিবা লাগুক ভালো
আগ্রহ যার থাকে,
আমার মনের রং মিশিয়ে
বলবো শুধুই তাকে।
গল্প-ঝুলি খালি হলেই
জবাব পালা ভুলের,
তুলে দেবো এক উপহার
থাকবে মালা ফুলের।
আজেবাজে বহুত হলো
এবার চলো গল্পে,
শুনতে যা চায় বারেবারে
মন ভরে না অল্পে।
এক যে ছিল সোনার দেশ
ফুল ফসলে ভরা,
হাজার নদী বইতো সাথে
পাহাড়ি সব ছড়া।
(..চলবে..)
মন দিয়ে সব শোন,
জানলে আগে কথার মাঝে
ভুল ধরো না কোন।
বলবে যা সব গল্প শেষে
কাগজ কলম রাখো,
কোথায় কি ভুল একে একে
লিখতে সবাই থাকো।
মন্দ কিবা লাগুক ভালো
আগ্রহ যার থাকে,
আমার মনের রং মিশিয়ে
বলবো শুধুই তাকে।
গল্প-ঝুলি খালি হলেই
জবাব পালা ভুলের,
তুলে দেবো এক উপহার
থাকবে মালা ফুলের।
আজেবাজে বহুত হলো
এবার চলো গল্পে,
শুনতে যা চায় বারেবারে
মন ভরে না অল্পে।
এক যে ছিল সোনার দেশ
ফুল ফসলে ভরা,
হাজার নদী বইতো সাথে
পাহাড়ি সব ছড়া।
(..চলবে..)
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।