www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আমি চললাম

মনের মাধুরি দিয়ে নিজের স্বপ্নকে বাস্তবে রূপান্তরের প্রচেষ্টা।যদিও অনেক কঠিন,কোন কিছু অনায়াসে পাওয়ার আশা বা আকাঙ্খা করে একমাত্র বুদ্ধিহীন।তাই দ্বিতীয় রাস্তা ছেড়ে একটু কষ্টের পথে পা বাড়াচ্ছি।আমার শক্তি ও সাধ্যের উপযুক্ত পরিশ্রম করে যাব।সফল বা বিফল তো কাজের শেষফল।হাত-পা গুটিয়ে কেউ কামিয়াব হয়েছে??পথে থাকবে চড়াই-উৎড়াই ,বাধা ।ঘিরে ধরবে অজানা বিপদ।সে চিন্তায় ঘরের বাহির না হওয়া বোকামি।যখন যে পরিস্থিতি সামনে আসবে তখনই তার অবসান ও মুক্তির পথ অবশ্যই হবে।শুধু থাকতে হবে সৎ-সাহস আর দৃঢ় মনোবল ও এগিয়ে যাবার অদম্য ইচ্ছাশক্তি।একদিন তার মনজিলে মকসুদ তথা স্বপ্নটা বাস্তব হয়ে ধরা দিবে।
বিষয়শ্রেণী: প্রবন্ধ
ব্লগটি ৬৭৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৫/০১/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • প্রিয় লেখক, আশা করি আপনি সফল হবেন।
    দোয়া রইল আপনার প্রতি।
  • প্রিয় লেখক, আশা করি আপনি সফল হবেন।
    দোয়া রইল আপনার প্রতি।
  • אולי כולנו טועים ০৬/০১/২০১৪
    সে কি এখনি যাই কেন ?
    সবেতো এলে। আর কটা দিন বেড়িয়ে যাও বন্ধু .....:)
    • এফ সাকি ০৬/০১/২০১৪
      কোথায় যাচ্ছি তুমি জান? আমি তো আমার স্বপ্ন বাস্তবায়নের পথে পা বাড়িয়েছি।
 
Quantcast