আমি চললাম
মনের মাধুরি দিয়ে নিজের স্বপ্নকে বাস্তবে রূপান্তরের প্রচেষ্টা।যদিও অনেক কঠিন,কোন কিছু অনায়াসে পাওয়ার আশা বা আকাঙ্খা করে একমাত্র বুদ্ধিহীন।তাই দ্বিতীয় রাস্তা ছেড়ে একটু কষ্টের পথে পা বাড়াচ্ছি।আমার শক্তি ও সাধ্যের উপযুক্ত পরিশ্রম করে যাব।সফল বা বিফল তো কাজের শেষফল।হাত-পা গুটিয়ে কেউ কামিয়াব হয়েছে??পথে থাকবে চড়াই-উৎড়াই ,বাধা ।ঘিরে ধরবে অজানা বিপদ।সে চিন্তায় ঘরের বাহির না হওয়া বোকামি।যখন যে পরিস্থিতি সামনে আসবে তখনই তার অবসান ও মুক্তির পথ অবশ্যই হবে।শুধু থাকতে হবে সৎ-সাহস আর দৃঢ় মনোবল ও এগিয়ে যাবার অদম্য ইচ্ছাশক্তি।একদিন তার মনজিলে মকসুদ তথা স্বপ্নটা বাস্তব হয়ে ধরা দিবে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মাসউদুর রহমান খান ০৭/০১/২০১৪
-
মাসউদুর রহমান খান ০৭/০১/২০১৪প্রিয় লেখক, আশা করি আপনি সফল হবেন।
দোয়া রইল আপনার প্রতি। -
אולי כולנו טועים ০৬/০১/২০১৪সে কি এখনি যাই কেন ?
সবেতো এলে। আর কটা দিন বেড়িয়ে যাও বন্ধু .....:)
দোয়া রইল আপনার প্রতি।