শব্দ হিজাব
আজ ক'টাদিন নেই ভালোমন
খুঁজছি কারণ তার,
হঠাৎ কেনো হচ্ছে এমন
কি হলো আমার।
সুস্থ শরীর রোগ ব্যাধিও
বাধেনি বাসা,
তবুও কেন হূদয়টাতে
অস্বস্তি ঠাসা।
যে কোন কাজ করতে গিয়ে
হচ্ছি বিরক্ত,
ভালো খারাপ না বুঝেই
করছি বিভক্ত।
গোমড়া মুখে আর কতক্ষণ
থাকবো বসে তাই,
মনের কথা বললে যদি
স্বস্তি কিছু পাই।
এইতো আমার মনটা দেখি
একটু খুশি ভাব,
অনুভূতির শব্দগুলোই
টেনেছে হিজাব।
খুঁজছি কারণ তার,
হঠাৎ কেনো হচ্ছে এমন
কি হলো আমার।
সুস্থ শরীর রোগ ব্যাধিও
বাধেনি বাসা,
তবুও কেন হূদয়টাতে
অস্বস্তি ঠাসা।
যে কোন কাজ করতে গিয়ে
হচ্ছি বিরক্ত,
ভালো খারাপ না বুঝেই
করছি বিভক্ত।
গোমড়া মুখে আর কতক্ষণ
থাকবো বসে তাই,
মনের কথা বললে যদি
স্বস্তি কিছু পাই।
এইতো আমার মনটা দেখি
একটু খুশি ভাব,
অনুভূতির শব্দগুলোই
টেনেছে হিজাব।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
אולי כולנו טועים ০৫/০১/২০১৪
-
Înšigniã Āvî ০৪/০১/২০১৪সুস্থতার প্রার্থনা করি......
ছন্দময় l