চাঁদ প্রেয়সী
প্রেয়সীকে বাইরে দেখে
চাঁদ পেয়েছে লাজ,
তাইতো তাকে চায় হারাতে
খুঁজছে আরো সাজ।
নিজ গ্রহকে জানায় সে তার
রূপের আবেদন,
কয় পৃথিবী আমি তো নই
সূর্য মহাজন।
গ্রহরাজের দরবারে চাঁদ
জানায় ফরিয়াদ,
সূর্য হেসে বললো বেকুব
তুই এতো উন্মাদ।
আমার রূপের সবটুকুও
যদিও বা তোর হয়,
মানব জাতির রূপের কাছে
একতিল ও তা নয়।
তোর ও আমার অন্য সবার
সৃষ্টিকারির কাজ,
সৃষ্টিসেরা মানব কূলের
রূপই রূপের রাজ।
তবু ও চাঁদ পূর্ণিমাতে
সাজায় ভুবনকে,
তাইতো মানুষ তুলনাতে
আনে দুজনকে।
চাঁদ পেয়েছে লাজ,
তাইতো তাকে চায় হারাতে
খুঁজছে আরো সাজ।
নিজ গ্রহকে জানায় সে তার
রূপের আবেদন,
কয় পৃথিবী আমি তো নই
সূর্য মহাজন।
গ্রহরাজের দরবারে চাঁদ
জানায় ফরিয়াদ,
সূর্য হেসে বললো বেকুব
তুই এতো উন্মাদ।
আমার রূপের সবটুকুও
যদিও বা তোর হয়,
মানব জাতির রূপের কাছে
একতিল ও তা নয়।
তোর ও আমার অন্য সবার
সৃষ্টিকারির কাজ,
সৃষ্টিসেরা মানব কূলের
রূপই রূপের রাজ।
তবু ও চাঁদ পূর্ণিমাতে
সাজায় ভুবনকে,
তাইতো মানুষ তুলনাতে
আনে দুজনকে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Înšigniã Āvî ০২/০১/২০১৪অসাধারণ...
-
אולי כולנו טועים ০১/০১/২০১৪নববর্ষের
শুভেচ্ছা