কোথায় অধিকার
কার কাছে যাই কাকে শুনাই
আমার মর্মজালা,
হাত-পা বেধেও মিটছে না সাধ
মুখেও দিচ্ছে তালা।
গদির পাগল করবে কি সে
সেবাই জনগণের,
রাস্তা তো তার খুজতে হবেই
হাজার প্রলোভনের।
মুক্তিকামি তারাই শুধু
স্বাধীনতার পক্ষে,
মুক্তি নিশান পায়নি যে স্থান
ওদের কারো বক্ষে।
দেশপ্রেমিকের এই তো মডেল
আর যাবে না থাকা,
কারো হাতেই লাল সবুজের
জয়ের এ পতাকা।
গণতান্ত্রিক দেশটা যে আজ
শুধুই মরিচিকার,
পায় নাতো কেউ স্বাধীনভাবে
চলার অধিকার।
আমার মর্মজালা,
হাত-পা বেধেও মিটছে না সাধ
মুখেও দিচ্ছে তালা।
গদির পাগল করবে কি সে
সেবাই জনগণের,
রাস্তা তো তার খুজতে হবেই
হাজার প্রলোভনের।
মুক্তিকামি তারাই শুধু
স্বাধীনতার পক্ষে,
মুক্তি নিশান পায়নি যে স্থান
ওদের কারো বক্ষে।
দেশপ্রেমিকের এই তো মডেল
আর যাবে না থাকা,
কারো হাতেই লাল সবুজের
জয়ের এ পতাকা।
গণতান্ত্রিক দেশটা যে আজ
শুধুই মরিচিকার,
পায় নাতো কেউ স্বাধীনভাবে
চলার অধিকার।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
প্রবাসী পাঠক ২৮/১২/২০১৩
-
אולי כולנו טועים ২৮/১২/২০১৩ছন্দের ঝলকানি l
শুধুই মরিচিকার..................
সত্যিই দেশটা আছে কিন্তু গণতন্ত্র খুজে পাচ্ছিনা।