চেয়ে থাকো বিস্ময়ে
একটি ছবি আঁকবো যে আজ
দেখবে সবাই সবখানে,
রংতুলি নেই ফুটবে তবুও
বের হবে যে সন্ধানে।
কিসের যে সে চিত্র হবে
ভাবছো তুমি আনমনে,
দেখবে সবে কেমন করে
আঁকবে যে কোন প্রাঙ্গনে।
রংছাড়া কি পড়বে চোখে
কেমন ছবি আজগুবি,
কেনো সবে করবে তালাশ
হবে বুঝি সাজখুবই।
আর ভেবনা কষ্ট তোমার
বাড়িয়ে কি লাভ আছে,
সবগুলো ভূত তোমার মাথায়
নেই তো বাকি গাবগাছে।
অপেক্ষাতে রাখছি না আর
বলছি শোন মনদিয়ে,
চোখ বুজেও যে মুখ ভাসে
মধুময় স্বপন নিয়ে।
এইতো এঁকে দিলাম ছবি
চেয়ে থাকো বিস্ময়ে,
প্রিয় মুখটি ভাসছে দেখো
তোমাদেরই হূদয়ে।
দেখবে সবাই সবখানে,
রংতুলি নেই ফুটবে তবুও
বের হবে যে সন্ধানে।
কিসের যে সে চিত্র হবে
ভাবছো তুমি আনমনে,
দেখবে সবে কেমন করে
আঁকবে যে কোন প্রাঙ্গনে।
রংছাড়া কি পড়বে চোখে
কেমন ছবি আজগুবি,
কেনো সবে করবে তালাশ
হবে বুঝি সাজখুবই।
আর ভেবনা কষ্ট তোমার
বাড়িয়ে কি লাভ আছে,
সবগুলো ভূত তোমার মাথায়
নেই তো বাকি গাবগাছে।
অপেক্ষাতে রাখছি না আর
বলছি শোন মনদিয়ে,
চোখ বুজেও যে মুখ ভাসে
মধুময় স্বপন নিয়ে।
এইতো এঁকে দিলাম ছবি
চেয়ে থাকো বিস্ময়ে,
প্রিয় মুখটি ভাসছে দেখো
তোমাদেরই হূদয়ে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
אולי כולנו טועים ২৭/১২/২০১৩দারুন লিখেছ বন্ধু l