পতাকাতেই উড়ে
স্বাধীনতার অর্থটা কি
যেমন খুশি চলা,
নিজ খেয়ালে সব ব্যাপারে
যা মনে চায় বলা।
আমার যেমন ইচ্ছে করে
তেমন কাজই করবো,
মন্দ ভালো প্রয়োজনে
গলায় ছুরি ধরবো।
আমিই সঠিক ভুলত্রুটি নেই
একতিলও যে কাজে,
অন্যরা যা করছে সবই
একেবারেই বাজে।
স্বাধীনতা নয়তো এমন
মাপকাঠি তার আছে,
যদিও বা আজ পায় না খুজে
দেশের কারো কাছে।
তাই বুঝি কেউ অভিমানে
বলছে স্বাধীনতা,
পতাকাতেই উড়ছে শুধু
নেই যে বাস্তবতা।
যেমন খুশি চলা,
নিজ খেয়ালে সব ব্যাপারে
যা মনে চায় বলা।
আমার যেমন ইচ্ছে করে
তেমন কাজই করবো,
মন্দ ভালো প্রয়োজনে
গলায় ছুরি ধরবো।
আমিই সঠিক ভুলত্রুটি নেই
একতিলও যে কাজে,
অন্যরা যা করছে সবই
একেবারেই বাজে।
স্বাধীনতা নয়তো এমন
মাপকাঠি তার আছে,
যদিও বা আজ পায় না খুজে
দেশের কারো কাছে।
তাই বুঝি কেউ অভিমানে
বলছে স্বাধীনতা,
পতাকাতেই উড়ছে শুধু
নেই যে বাস্তবতা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
אולי כולנו טועים ২৫/১২/২০১৩bastob chitro... darun ankechen ...