আসুক আবার
বাড়ছে মানুষ গড়ছে বাড়ি
প্রকৃতির রূপ নিচ্ছে কাড়ি
খালবিল শেষ করে,
অতিথি সব পাখিরা আর
নিশ্চয়তা পায় না বাঁচার
শিকারিরা ধরে।
অচেনা সব দেশের পরে
জলাশয় ও বিল হাওরে
ঝাঁকে ঝাঁকে পাখি,
কোন সে টানে স্বদেশ ছাড়ি
আমার দেশে দেয় যে পাড়ি
এসো তা ঠিক রাখি।
অসাধু সব শিকারিকে
ধরিয়ে দাও চতুর্দিকে
পার যেনো না পায়,
আবার আসুক ঝাকে ঝাকে
যাক ভরে যাক পাখির ডাকে
রূপসী বাংলায়।
প্রকৃতির রূপ নিচ্ছে কাড়ি
খালবিল শেষ করে,
অতিথি সব পাখিরা আর
নিশ্চয়তা পায় না বাঁচার
শিকারিরা ধরে।
অচেনা সব দেশের পরে
জলাশয় ও বিল হাওরে
ঝাঁকে ঝাঁকে পাখি,
কোন সে টানে স্বদেশ ছাড়ি
আমার দেশে দেয় যে পাড়ি
এসো তা ঠিক রাখি।
অসাধু সব শিকারিকে
ধরিয়ে দাও চতুর্দিকে
পার যেনো না পায়,
আবার আসুক ঝাকে ঝাকে
যাক ভরে যাক পাখির ডাকে
রূপসী বাংলায়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
এফ সাকি ২৩/১২/২০১৩
-
אולי כולנו טועים ২৩/১২/২০১৩ভালো লাগলো।
সাথে নিয়ে সম্ভার
স্বপ্নের জাল,
হূদ মাঝি ডিঙ্গিটার
তুলে দিতে পাল।