পথের কলি
পথেই যাদের জীবন মরণ
কেউ কী তাদের ভাবো,
ব্যস্ত থাকো নিজকে নিয়ে
কেমনে আরো পাবো।
তুমিও মানুষ আমিও মানুষ
পথের কলিও তাই,
এসো না সব ওদের লাগি
একটু দুহাত বাড়াই।
মাথা গোজার পায় না যে ঠাঁই
বালিশ পোড়া ইট,
ক্ষুধার জ্বালায় লেগে থাকে
পেটের সাথে পিঠ।
বস্তা কাঁধে কাগজ কুড়ায়
টোকাই নাকি নাম,
শহর জুড়ে সব গলিতে
ওদের ঝরে ঘাম।
তোমার যতই থাকুক টাকা
খ্যাতি ও সম্মান,
মানুষ হলে থাকবে জানি
মানুষের প্রতি টান।
কেউ কী তাদের ভাবো,
ব্যস্ত থাকো নিজকে নিয়ে
কেমনে আরো পাবো।
তুমিও মানুষ আমিও মানুষ
পথের কলিও তাই,
এসো না সব ওদের লাগি
একটু দুহাত বাড়াই।
মাথা গোজার পায় না যে ঠাঁই
বালিশ পোড়া ইট,
ক্ষুধার জ্বালায় লেগে থাকে
পেটের সাথে পিঠ।
বস্তা কাঁধে কাগজ কুড়ায়
টোকাই নাকি নাম,
শহর জুড়ে সব গলিতে
ওদের ঝরে ঘাম।
তোমার যতই থাকুক টাকা
খ্যাতি ও সম্মান,
মানুষ হলে থাকবে জানি
মানুষের প্রতি টান।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আতিক রহমান ২১/১২/২০১৩জবাব নেই। লেখা চালিয়ে যান।