নদীর হাহাকার
একটি নদীর বুক ভরা আজ
শুধুই হাহাকার,
হারিয়ে তার ছোটার খেলা
দূরন্ত দূর্বার।
পাল তুলে আর মাল্লা মাঝি
যায় না এখন কেউ,
ফসলিমাঠ কিংবা পুকুর
বদ্ধ পানির ঢেউ।
কিন্তু আগে এই নদীতেই
আসতো বিয়ের নাও,
খুশি হতো সবাই সমান
তীরের সকল গাঁও।
কলসি কাঁখে পল্লীবধু
আসতো নিতে জল,
হেলেদুলে নদীর মতই
ছুটতো যে চঞ্চল।
এখন ভাবে কি প্রয়োজন
নদী রেখে আর,
বছর বছর করছে ভরাট
এ তুলসি গঙ্গার।
শুধুই হাহাকার,
হারিয়ে তার ছোটার খেলা
দূরন্ত দূর্বার।
পাল তুলে আর মাল্লা মাঝি
যায় না এখন কেউ,
ফসলিমাঠ কিংবা পুকুর
বদ্ধ পানির ঢেউ।
কিন্তু আগে এই নদীতেই
আসতো বিয়ের নাও,
খুশি হতো সবাই সমান
তীরের সকল গাঁও।
কলসি কাঁখে পল্লীবধু
আসতো নিতে জল,
হেলেদুলে নদীর মতই
ছুটতো যে চঞ্চল।
এখন ভাবে কি প্রয়োজন
নদী রেখে আর,
বছর বছর করছে ভরাট
এ তুলসি গঙ্গার।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।