স্বার্থবাজ গাদ্দার
বাংলা নামের দেশটা আগে
চিনতো না যে বিশ্ব,
পাল্টে গেছে অবস্থা তার
নেই বাকি সে দৃশ্য।
বায়ান্নতে মায়ের ভাষার
জন্য বুকের রক্ত,
সত্তরের সে নির্বাচনে
জয় পেয়ে যায় শক্ত।
একাত্তরের মুক্তিপাগল
নমাস লড়ার পর,
ছিনিয়ে জয় ক্ষান্ত তবেই
ষোলই ডিসেম্বর।
এসব দেখে বিশ্ববাসি
একটু পরিচিত,
মুজিব জিয়া হত্যা থেকে
আরেকটু ঝলসিত।
স্বৈরশাষণ চলতে থাকায়
চিনলো আরো কিছু,
গণতন্ত্রের নামে গদির
বদল এলো পিছু।
ক্রিকেট জিতে নতুন করে
করলো পরিচয়টা,
চিনলো না দেশ সবাই শুধু
হাতেগোণা কয়টা।
পাঁচটি বছর দূর্নীতিতে
চ্যাম্পিয়নের পরে,
বাঙালিরা বিশ্ববাসির
সবারই নজরে।
বর্তমানের গদির দখল
করছে পরিস্কার,
অধিকাংল বাঙালি যে
স্বার্থবাজ গাদ্দার।
চিনতো না যে বিশ্ব,
পাল্টে গেছে অবস্থা তার
নেই বাকি সে দৃশ্য।
বায়ান্নতে মায়ের ভাষার
জন্য বুকের রক্ত,
সত্তরের সে নির্বাচনে
জয় পেয়ে যায় শক্ত।
একাত্তরের মুক্তিপাগল
নমাস লড়ার পর,
ছিনিয়ে জয় ক্ষান্ত তবেই
ষোলই ডিসেম্বর।
এসব দেখে বিশ্ববাসি
একটু পরিচিত,
মুজিব জিয়া হত্যা থেকে
আরেকটু ঝলসিত।
স্বৈরশাষণ চলতে থাকায়
চিনলো আরো কিছু,
গণতন্ত্রের নামে গদির
বদল এলো পিছু।
ক্রিকেট জিতে নতুন করে
করলো পরিচয়টা,
চিনলো না দেশ সবাই শুধু
হাতেগোণা কয়টা।
পাঁচটি বছর দূর্নীতিতে
চ্যাম্পিয়নের পরে,
বাঙালিরা বিশ্ববাসির
সবারই নজরে।
বর্তমানের গদির দখল
করছে পরিস্কার,
অধিকাংল বাঙালি যে
স্বার্থবাজ গাদ্দার।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।