পথের ভাঁজে
পৌষ মাসের সকালবেলা
দূর্বা শিশির ধোয়া,
সূয্যিমামার মুচকি হাসি
মিষ্টি রোদের ছোঁয়া।
পাতাঝরা গাছগুলোকে
পরায় হলুদ শাড়ি,
শুভাগমন ঋতুরাজের
জমছে রসের হাড়ি।
সোনালি ধান গোলায় মজুদ
করছে চাষি যত্নে,
পরিপূর্ণ থাকবে রাজার
ধনভাণ্ডার রত্নে।
সুস্বাগতম পথের ধারে
বলবে সরষে মেয়ে,
অভিবাদন ফুলপাখিরা
সুমিষ্ট গান গেয়ে।
ঋতুররানী শীত এসে তাই
সাজায় নতুন সাজে,
বাহারি সব রঙের সারি
বসবে পথের ভাঁজে।
দূর্বা শিশির ধোয়া,
সূয্যিমামার মুচকি হাসি
মিষ্টি রোদের ছোঁয়া।
পাতাঝরা গাছগুলোকে
পরায় হলুদ শাড়ি,
শুভাগমন ঋতুরাজের
জমছে রসের হাড়ি।
সোনালি ধান গোলায় মজুদ
করছে চাষি যত্নে,
পরিপূর্ণ থাকবে রাজার
ধনভাণ্ডার রত্নে।
সুস্বাগতম পথের ধারে
বলবে সরষে মেয়ে,
অভিবাদন ফুলপাখিরা
সুমিষ্ট গান গেয়ে।
ঋতুররানী শীত এসে তাই
সাজায় নতুন সাজে,
বাহারি সব রঙের সারি
বসবে পথের ভাঁজে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আতিক রহমান ১৯/১২/২০১৩সুন্দর লেগেছে।