পরশ দিতে
মেজাজ গরম সূয্যিমামা
সারাটা দিন থাকে,
শীতবুড়িটা ভয়পেয়ে তাই
নিজকে আড়াল রাখে।
ভোরবেলাতে যখন ফুটে
দিনমনিটার মুখটি,
লুকায় বুড়ি ধীরে ধীরে
শীত ভরে তার বুকটি।
ঘুমের যাদুয় মাতাল করে
সাঁঝেরবেলা বুড়ি,
সূর্যসহ পৃথিবী দেয়
কুয়াশাতে মুড়ি।
শীতবুড়িটা নিজেও কাঁপে
ঠন ঠনা ঠন শীতে,
এটুকু দুখ ঋতুরাজের
পরশ এনে দিতে।
সারাটা দিন থাকে,
শীতবুড়িটা ভয়পেয়ে তাই
নিজকে আড়াল রাখে।
ভোরবেলাতে যখন ফুটে
দিনমনিটার মুখটি,
লুকায় বুড়ি ধীরে ধীরে
শীত ভরে তার বুকটি।
ঘুমের যাদুয় মাতাল করে
সাঁঝেরবেলা বুড়ি,
সূর্যসহ পৃথিবী দেয়
কুয়াশাতে মুড়ি।
শীতবুড়িটা নিজেও কাঁপে
ঠন ঠনা ঠন শীতে,
এটুকু দুখ ঋতুরাজের
পরশ এনে দিতে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।