পড়াশোনা
"মোর গোহালে গাই থাকবে,
ঘাস খাওয়াবো,দুধ দোহাবো,দুধের মালিক ভাই থাকবে''-
বন্ধুরা ! তোমরা যারা বইপাগল তাদের জন্য আমি আজ আবার লিখবো বলে ভাবছি।উপরের লাইন যে আমার না তা অনেকেই জানো।তবু বলছি লাইনগুলো আমি নকল করছি একটি বই থেকে।তার কারণ বইটি যারা পড়েছ তাদের অনুভূতি জানবো,আর যারা পড়নি তাদের একটু পড়তে বলবো।একটু খোলাসা করেই বলি।আসলে এটি একটি ঐতিহাসিক উপন্যাস।নবাব শায়েস্তা খাঁর আমলের ইতিহাস।যে সময়ের কথা অনেকেই শুনে থাকবে টাকায় ৮মণ চাল পাওয়া যেত।লিখেছেন প্রাক্তন অধ্যাপক,অধ্যক্ষ ওপ্রথমশ্রণীর ম্যাজিস্ট্রেট,প্রাক্তন মঞ্চাভিনেতা,নাট্যপরিচালক ও রেডিও বাংলাদেশের নাট্যকার,শিল্পী ও নাটক প্রযোজক ''শফীউদ্দীন সরদার''।কি বইটির নাম শুনতে ইচ্ছে করছে।বলছি শোন ''প্রেম ও পূর্ণিমা''।
বন্ধুরা আমি ফয়জুল্লাহ সাকি নামের ব্লগটি আর চালু করতে পারছি না।তাই এ নতুন নামে একটি খুললাম।আশা করি সবাই সঙ্গে থাকবে।
ঘাস খাওয়াবো,দুধ দোহাবো,দুধের মালিক ভাই থাকবে''-
বন্ধুরা ! তোমরা যারা বইপাগল তাদের জন্য আমি আজ আবার লিখবো বলে ভাবছি।উপরের লাইন যে আমার না তা অনেকেই জানো।তবু বলছি লাইনগুলো আমি নকল করছি একটি বই থেকে।তার কারণ বইটি যারা পড়েছ তাদের অনুভূতি জানবো,আর যারা পড়নি তাদের একটু পড়তে বলবো।একটু খোলাসা করেই বলি।আসলে এটি একটি ঐতিহাসিক উপন্যাস।নবাব শায়েস্তা খাঁর আমলের ইতিহাস।যে সময়ের কথা অনেকেই শুনে থাকবে টাকায় ৮মণ চাল পাওয়া যেত।লিখেছেন প্রাক্তন অধ্যাপক,অধ্যক্ষ ওপ্রথমশ্রণীর ম্যাজিস্ট্রেট,প্রাক্তন মঞ্চাভিনেতা,নাট্যপরিচালক ও রেডিও বাংলাদেশের নাট্যকার,শিল্পী ও নাটক প্রযোজক ''শফীউদ্দীন সরদার''।কি বইটির নাম শুনতে ইচ্ছে করছে।বলছি শোন ''প্রেম ও পূর্ণিমা''।
বন্ধুরা আমি ফয়জুল্লাহ সাকি নামের ব্লগটি আর চালু করতে পারছি না।তাই এ নতুন নামে একটি খুললাম।আশা করি সবাই সঙ্গে থাকবে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কবি মোঃ ইকবাল ০৯/০৫/২০১৪থাকবো।