অসহায় বুড়ি মা
রাস্তায় দাড়ানো এক বুড়ি মা
হাতে তাহার একখানা ভাটি
রাস্তাই তাহার একমাত্র সাথি।
হতভাগা বুড়ি মা ডাকে ডাকে আমায় কয়
বাবা কিছু আমায় দেও তোমার মনে যদি লয়।
আমি অপলক হয়ে তাকিয়ে রই
তার ঐ মায়াভরা মুখে
আমার ভিতর যেন কেঁদে ওঠলো তার দুখে।
তার ছলছল অসহায় দু চোখের চাওনি
আমার নিজেকে করিতেছে আরো দায়িত্ববান
যেন হেন ভাবে মা-বাব কে না করি অসম্মান।
হাতে তাহার একখানা ভাটি
রাস্তাই তাহার একমাত্র সাথি।
হতভাগা বুড়ি মা ডাকে ডাকে আমায় কয়
বাবা কিছু আমায় দেও তোমার মনে যদি লয়।
আমি অপলক হয়ে তাকিয়ে রই
তার ঐ মায়াভরা মুখে
আমার ভিতর যেন কেঁদে ওঠলো তার দুখে।
তার ছলছল অসহায় দু চোখের চাওনি
আমার নিজেকে করিতেছে আরো দায়িত্ববান
যেন হেন ভাবে মা-বাব কে না করি অসম্মান।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।