www.tarunyo.com

কবিতা

মাতা হারা পিতা হারা এক অনাথ
হাতে তাহার একখানি বাটী
রাস্তাটি তাহাই একমাত্র সাথী ।
আপনজন নাই যাহার
কে করিবে আদর তাহার ।
সব হাড়িয়ে যে হয়েছে সর্বশান্ত
কে এমন আছে করিবে শান্ত ।
এমন মহাবিপদে কে আছে এমন
বিধি ছাড়া আর কেও আছে তেমন ?
বিধির নীলা খেলা বুঝিতে অক্ষম
কেহ হয় না বুঝিতে তেমন সক্ষম ।
রাস্তায় দাড়িয়ে কাঁদিতাছে শিশু
বলিতেছে আর-মোর কিছু নাই
তোমাদের কাছে কিছু সাহায্য চাই ।
লোকে বলে রেগে যা বেটা সরে
থাক অনেক দূরে ।
অসহায় শিশুটি কাঁদিয়া কাঁদিয়া ভাবিতে তাই
এই বিশ্বলয়ে নাই কি মোর একটু খানি ঠাঁই ।
আমায় কে করিবে আদর
দুঃখই যে মো গায়ে চাঁদর ।
দুঃখই মোর জীবন সাথী
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৯০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৫/১০/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

 
Quantcast