www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অনুচ্ছেদঃ বন্ধু

বন্ধুকে নিয়ে বর্তমান সময়ে ১ ছাত্রের অনুচ্ছেদ লেখা।

বন্ধু একটি বাংলা শব্দ। যার আভিধানিক অর্থ রাজু, বাদশাহ,সুফল,রেজা, ইমরান, সুজন, পিয়াস .....। এ ছাড়া বাংলা একাডেমীতে বন্ধু শব্দের আর কোনো অর্থ আছে বলে আমার জানা নেই।

আমাদের জীবনে বন্ধুর উপকারিতা অনেক। আমরা বিপদে আপদে একে অন্যের পাশে গিয়ে দাড়াই। অনিবার্য কারণ বশতঃ কেউ বিপদে কারও সাহায্যে এগিয়ে আসতে না পারলেও, সহমর্মিতা জানাতে অনলাইনে ঠিকই ( ফেসবুকে স্ট্যাটাস দিতে/ টুইট দিতে ভুলিনা)। আমরা বন্ধুদের শরীর ও হৃদয়ে ব্যাথা সারাতে ঝান্ডু বাম ব্যবহার করতে সদা প্রস্তুত।
বন্ধুর উপকারিতার পাশাপাশি অপকারিতাও রয়েছে। যেমনঃ কোনো বন্ধুকে যদি চটাতে হয়, তাহলে কোনো ১ জন তাকে গ্রুপ চ্যাট এ এড করে সুন্দরভাবে চ্যাট করে। কিন্তু সিরিয়াস কোনো বিষয় এলেই তখন ঐ বন্ধুর গার্লফ্রেন্ডকে গ্রুপে এড দিয়ে দেয়। আর তখনি ঘটে যত আপত্তি। উপসংহারঃ অপকারিতা থাকলেও ঝান্ডু বাম লাগানোর জন্য বন্ধুরা আসলেই প্রয়োজন।
বিষয়শ্রেণী: সমসাময়িক
ব্লগটি ১৩২৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৪/০৬/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • Mahfuza Sultana ১৫/০৬/২০১৪
    cool!!!
  • হাহাহা। চরম অনুচ্ছেদ। আইডিয়াটা কাজে লাগাতে হবে।
  • কবি মোঃ ইকবাল ০৪/০৬/২০১৪
    চরম অনুচ্ছেদ।
    • ফাহিম মাহমুদ ০৫/০৬/২০১৪
      কাজে লাগাবেন ....??
  • টি আই রাজন ০৪/০৬/২০১৪
    আসলেই বন্ধুর অভাব কিছুতেই পূরণীয় নয়।
 
Quantcast