কষ্ট
আতঙ্কে হৃদয়ে ক্ষত চিহ্ন পড়ে গেছে
সেখানে মলম লাগালে শুকাবে না
গাঢ় মমতার স্পর্শ ছাড়া।
কষ্টের বসন্তী আমাকে স্পর্শ করে
রাতে যখন দেহ এলিয়ে দেই বিছানায়,
ভোর হবার আগেই আবার হাওয়ায় মিশায়
কিছু কিছু কষ্ট।
কিন্তু ক্ষত! রয়েই যায়,
যন্ত্রণায় ছট্ফট্ করি।
মধ্যরাতে কষ্টগুলো আমাকে
গলাটিপে হত্যা করতে চায়।
ধ্যাৎ! মরেই তো গেছি
শুধু শুধু আতঙ্ক।
তবুও নাকি কিছু কষ্ট বাসা বেঁধে
থেকে যাবে পুরোটা জীবন।
থাকলে থাক্!
কষ্টের সাগর যদি নাই পেরুলাম-
তবে বুঝবো কি করে,
কষ্টের আঘাতে হৃদয় পাথর হয়।
সেখানে মলম লাগালে শুকাবে না
গাঢ় মমতার স্পর্শ ছাড়া।
কষ্টের বসন্তী আমাকে স্পর্শ করে
রাতে যখন দেহ এলিয়ে দেই বিছানায়,
ভোর হবার আগেই আবার হাওয়ায় মিশায়
কিছু কিছু কষ্ট।
কিন্তু ক্ষত! রয়েই যায়,
যন্ত্রণায় ছট্ফট্ করি।
মধ্যরাতে কষ্টগুলো আমাকে
গলাটিপে হত্যা করতে চায়।
ধ্যাৎ! মরেই তো গেছি
শুধু শুধু আতঙ্ক।
তবুও নাকি কিছু কষ্ট বাসা বেঁধে
থেকে যাবে পুরোটা জীবন।
থাকলে থাক্!
কষ্টের সাগর যদি নাই পেরুলাম-
তবে বুঝবো কি করে,
কষ্টের আঘাতে হৃদয় পাথর হয়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সজিব ০৬/০৫/২০১৫ভাল বলেচেন
-
সাইদুর রহমান ২১/০৩/২০১৫চমৎকার কবিতাটি।
শুভেচ্ছা রইলো। -
কাওছার আহম্মেদ ১০/০৩/২০১৫দারুন লিখেছেন ভাই,
কিন্তু এত কষ্টের দরকার নাই। -
নহাজা য়াজিনা ০৮/০৩/২০১৫ভালো লেগেছে।
-
নাজমুল আহসান ০৬/০৩/২০১৫কষ্টের ভিতরে কষেটর ক্ষত কষ্ট আনে কষ্ট যত ।
-
স্বপন রোজারিও(১) ০৬/০৩/২০১৫কষ্টের আঘাতে হৃদয় হয় পাথর।
-
রক্তিম ০৬/০৩/২০১৫প্রেমে গভীর ক্ষত রয়ে যায় । যেতে যেতে তবু সে ফিরে ফিরে চায়।
-
রইস উদ্দিন খান আকাশ ০৬/০৩/২০১৫অসাধারণ
-
সবুজ আহমেদ কক্স ০৬/০৩/২০১৫মুগ্ধতা রেখে গেলাম..................