ভিন্ন পথ যাত্রী
সবাই আসবে সবাই যাবে
দেখবে আমায় শয়নে,
কেউ কাঁদবে ব্যথিত নয়নে
কেউ কাঁদবে অনুশোচনে।
থাকবে পাশে বন্ধু স্বজন
থাকবে আরো কত লোকজন
সবাই মিলে করবে আমায়
নতুন সাজের আয়োজন।
চার বেহারার পালকী চড়ে
চলে যাব অচীনপুরে
শিশির ঝরা রাত্রি
আমি আজ ভিন্ন পথ যাত্রী।
দেখবে আমায় শয়নে,
কেউ কাঁদবে ব্যথিত নয়নে
কেউ কাঁদবে অনুশোচনে।
থাকবে পাশে বন্ধু স্বজন
থাকবে আরো কত লোকজন
সবাই মিলে করবে আমায়
নতুন সাজের আয়োজন।
চার বেহারার পালকী চড়ে
চলে যাব অচীনপুরে
শিশির ঝরা রাত্রি
আমি আজ ভিন্ন পথ যাত্রী।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইদুর রহমান ০৫/০৩/২০১৫
-
সবুজ আহমেদ কক্স ০৩/০৩/২০১৫দারুন .........।।চমৎকার লিখা
-
কুয়াশা রায় ০৩/০৩/২০১৫বাহ! সুন্দর।
-
পিয়ালী দত্ত ০২/০৩/২০১৫দারুন
-
জাফর পাঠান ০২/০৩/২০১৫আসলাম, পড়ে গেলাম । অনুভূতি নিয়ে গেলাম ।
-
অ ০২/০৩/২০১৫সুন্দর...
-
মো ফয়সাল রহমান ০২/০৩/২০১৫Khub valo
-
কপিল দেব ০২/০৩/২০১৫অনবদ্য লেখা !
-
কাওছার আহম্মেদ ০২/০৩/২০১৫Awsome. অসাধারন একটি লেখা ভাই।।
-
কাওছার আহম্মেদ ০২/০৩/২০১৫অতি অসাধারন সুন্দর একটি কবিতা ভাই।
-
এম এস সজীব ০২/০৩/২০১৫fine
শুভেচ্ছা রইলো।