যৌবন ভূমি
যৌবন নামের আবাদ ভূমি ;
যা তুমি হারিয়ে ফেলেছো আগাছার আড়ালে,
হারিয়ে গেছে উর্বরতাও।
ফুরিয়ে গেছে লাবণ্যতা মিটে গেছে আকাঙ্খা
হয়েছে ফসলের অনুপযোগী।
যৌবনের ডানায় ভর করে
তুমিই একদিন বৃষ্টির অপেক্ষায় না থেকে
কান্দাপাড়ায় বুনেছিলে ফসল
সেই তুমি এখন অনাহারে,অনিদ্রায়।
জীবনের শেষ প্রহরের কামনায়
দু'চোখ লোনা জলে ভিজে ভিজে
প্রতীক্ষার প্রহর গুনছো শেষ নিঃশ্বাসের।
যা তুমি হারিয়ে ফেলেছো আগাছার আড়ালে,
হারিয়ে গেছে উর্বরতাও।
ফুরিয়ে গেছে লাবণ্যতা মিটে গেছে আকাঙ্খা
হয়েছে ফসলের অনুপযোগী।
যৌবনের ডানায় ভর করে
তুমিই একদিন বৃষ্টির অপেক্ষায় না থেকে
কান্দাপাড়ায় বুনেছিলে ফসল
সেই তুমি এখন অনাহারে,অনিদ্রায়।
জীবনের শেষ প্রহরের কামনায়
দু'চোখ লোনা জলে ভিজে ভিজে
প্রতীক্ষার প্রহর গুনছো শেষ নিঃশ্বাসের।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অ ২৪/০২/২০১৫সুন্দর হয়েছে ...
-
সবুজ আহমেদ কক্স ২৩/০২/২০১৫ক'বার করে পড়া হলো বেশ ভালো ...............।।লাগলো
-
সাইদুর রহমান ২৩/০২/২০১৫দারুণ ভাবনা।
সুন্দর লিখেছেন।
শুভেচ্ছা রইলো। -
মোঃ সাইফুল ইসলাম ২৩/০২/২০১৫হ্যাঁ, ভালই হয়েছে। দারুণ আকুতি তৈরি হয়েছে।
-
রইস উদ্দিন খান আকাশ ২৩/০২/২০১৫যে হয়েছে মহান সে সর্বশ্রেষ্ঠ কাল হিসেবে বেঁছে নিয়েছে যৌবন।।