তোমার ছাঁয়া
একটি কষ্ট, একটি বেদনা মধ্যরাতে
আমাকে গলাটিপে হত্যা করতে চায়
বিছানায় ছট্ফট্ করি এপাশ থেকে ওপাশ।
ঘুমন্ত শরীর শিউরে ওঠে
ভুলে যাওয়া স্মৃতি নাড়া দিয়ে যায়।
কতটা পথ পেড়িয়ে আজ তুমি সামনে
কাছা- কাছি থেকেও দু'জনে অচেনা
বহু দিনের বহু কালের।
মাঝে মাঝে তোমায় দেখি; ধূসর-
হাতছানি দিয়ে ডাকছো আমায়
হাত বাড়ালেই মিশে যাও।
আজ-কাল বড় বেশি মনে পড়ে
তোমার ছাঁয়া চুম্মন দিয়ে যায় চিবুকে
আবারও শিউরে উঠি,
শিউরে ওঠে আমার ঘুমন্ত শরীর।
আমাকে গলাটিপে হত্যা করতে চায়
বিছানায় ছট্ফট্ করি এপাশ থেকে ওপাশ।
ঘুমন্ত শরীর শিউরে ওঠে
ভুলে যাওয়া স্মৃতি নাড়া দিয়ে যায়।
কতটা পথ পেড়িয়ে আজ তুমি সামনে
কাছা- কাছি থেকেও দু'জনে অচেনা
বহু দিনের বহু কালের।
মাঝে মাঝে তোমায় দেখি; ধূসর-
হাতছানি দিয়ে ডাকছো আমায়
হাত বাড়ালেই মিশে যাও।
আজ-কাল বড় বেশি মনে পড়ে
তোমার ছাঁয়া চুম্মন দিয়ে যায় চিবুকে
আবারও শিউরে উঠি,
শিউরে ওঠে আমার ঘুমন্ত শরীর।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুমন বিশ্বাস ১৯/০২/২০১৫বাহ খুব ভাল লাগলো ।।
-
অ ১৮/০২/২০১৫খুব সুন্দর ।
-
সবুজ আহমেদ কক্স ১৮/০২/২০১৫valo laglo
-
স্বপন রোজারিও(১) ১৮/০২/২০১৫খুবই ভাল হয়েছে।
-
রইস উদ্দিন খান আকাশ ১৮/০২/২০১৫very nice
-
সবুজ আহমেদ কক্স ১৮/০২/২০১৫kobita is nice @@@@ nice kobi firuz manik