জোছনা জলে ভিজি
আধো ভাঙা চাঁদ জোছনা জলে
তুমি আমি ভিজবো এসো
নির্জন নীরালে।
হারাবো দু'জন আজ কুয়াশার আবডালে
পাশা-পাশি চোখা-চোখি
নীরালা নীবৃতে।
গুনগুন গুনজন চারিপাশে জোনাকী
আধো আলো আধো ছাঁয়া
তুমি আমি একাকী।
বাহুর'পরে মাথা তুমি এক ষোড়সী
তুমি আমি কবো কথা
নেই কোন পরশী।
তুমি আমি ভিজবো এসো
নির্জন নীরালে।
হারাবো দু'জন আজ কুয়াশার আবডালে
পাশা-পাশি চোখা-চোখি
নীরালা নীবৃতে।
গুনগুন গুনজন চারিপাশে জোনাকী
আধো আলো আধো ছাঁয়া
তুমি আমি একাকী।
বাহুর'পরে মাথা তুমি এক ষোড়সী
তুমি আমি কবো কথা
নেই কোন পরশী।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইদুর রহমান ১৬/০২/২০১৫
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ১৬/০২/২০১৫বাহ। রোমান্টিকতায় টয়টম্বুর। ভালো লাগলো...........................
-
রক্তিম ১৬/০২/২০১৫বেশ বেশ তাই হোক।
-
মো ফয়সাল রহমান ১৫/০২/২০১৫moner kotha gulo bollen
-
স্বপন রোজারিও(১) ১৪/০২/২০১৫খুবই সুন্দর হয়েছে। ভালবাসা দিবসের শুভেচ্ছা।
-
সুজন ১৪/০২/২০১৫F9
-
জহির রহমান ১৪/০২/২০১৫এক কথায়- ‘চমৎকার!’
-
জাহিদুর রহমান ১৪/০২/২০১৫Onak valo laglo vai.
Sundor likchen -
সবুজ আহমেদ কক্স ১৪/০২/২০১৫মুগ্ধ হলাম ..................।ভালোবাসা রইল
-
ইফতেখারুল আলাম বাঁধন ১৪/০২/২০১৫ছন্দটা বেশ সুন্দর । যদিও ছন্দ ভালো বুঝি না ভালো লেগেছে লেখা টা
-
হাসান কামরুল ১৪/০২/২০১৫অসাধারন লিখেছেন ভাই।
সুন্দর কবিতা।
শুভেচ্ছা রইলো।