বিষণ্ণতার পায়চারী
রাত যত বেড়ে চলে
পৃথিবী হয়ে যায় বিষণ্ণ,
ট্রেনের ঝক্ঝক্ শব্দের মত
শব্দ শোনা যায় মানুষের
ঘুমন্ত নিঃশ্বাসে।
আমি তখন বাড়ান্দায় কারো
পায়চারীর শব্দ শুনতে পাই।
নিদ্রাহীন দু'চোখে যে স্বপ্ন
বারবার ধরা দিয়ে যায়,
কতক্ষণ তার ভেতর মগ্ন থাকি।
কিছুক্ষণ পর বুঝতে পারি
এ পায়চারী আমার নিজের।
বাহিরে রিমঝিম বৃষ্টির শব্দ
ঝিঁঝিঁ পোকার মতই মনে হয়,
এরই মাঝে কখনো কখনো
আমারই মত জেগে থাকা
কোন পাখির করুণ কান্না শুনতে পাই।।
পৃথিবী হয়ে যায় বিষণ্ণ,
ট্রেনের ঝক্ঝক্ শব্দের মত
শব্দ শোনা যায় মানুষের
ঘুমন্ত নিঃশ্বাসে।
আমি তখন বাড়ান্দায় কারো
পায়চারীর শব্দ শুনতে পাই।
নিদ্রাহীন দু'চোখে যে স্বপ্ন
বারবার ধরা দিয়ে যায়,
কতক্ষণ তার ভেতর মগ্ন থাকি।
কিছুক্ষণ পর বুঝতে পারি
এ পায়চারী আমার নিজের।
বাহিরে রিমঝিম বৃষ্টির শব্দ
ঝিঁঝিঁ পোকার মতই মনে হয়,
এরই মাঝে কখনো কখনো
আমারই মত জেগে থাকা
কোন পাখির করুণ কান্না শুনতে পাই।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সবুজ আহমেদ কক্স ১৮/০২/২০১৫kekha is fine @@
-
রক্তিম ১২/০২/২০১৫মনের ভিতর উকি দিল কবিতা।
-
অ ১১/০২/২০১৫সুন্দর ।
মার্জিত কবিতা । -
জহির রহমান ১১/০২/২০১৫আমিও মাঝে মাঝে পায়তারী করি... যেমন আমার পাশে এই মুহুর্তে (৭.৩৫ থেকে করে চলেছেন) একটি লোক করছেন!
ভালো লেগেছে কবিতাটি।
শুভ কামনা কবির জন্য। -
হাসান কামরুল ১১/০২/২০১৫ওয়াও !!