সুখের পায়রা উড়ে না
অথচ, তোমাকে স্মরণ করে আজও
নিজেকে দাহিত করি,
নিজের ভেতর লুকাই বারবার।
সেদিনর সেই সামান্য ভুলে শকুনের মত
ছিঁড়ে খায় আমার মনুষ্যত্ব, বিবেক
নিজেকে মুক্তি দিতে পারি না।
অতীতের স্মৃতিগুলো এখন
অন্ধকারের ধূসরতায় মিছে যাচ্ছে।
অামার জীবনে কখনো সুখের পায়রা উড়ে না
সে আমার অজানা নয়,
তবুও তুমি স্বপ্ন দেখিয়েছিলে।
আশাগুলো মিছিল করে এগিয়ে এসে
আমার সর্বস্ব বেদনা কেড়ে নিয়ে
তোমাকে ভালোবেসে নৃত্য করে,
আমার মাঝে তোমার অস্তিত্বের
গাঢ় নীল রঙের ছাপ দিয়ে যায়
তোমাকে দেখি পূর্ণ চোখে।
সেই তুমি কত সহজেই বলে দিলে-
' আমার মাঝে তোমার অস্তিত্ব ছিল না
কোন দিন, কোন কালেও। '
নিজেকে দাহিত করি,
নিজের ভেতর লুকাই বারবার।
সেদিনর সেই সামান্য ভুলে শকুনের মত
ছিঁড়ে খায় আমার মনুষ্যত্ব, বিবেক
নিজেকে মুক্তি দিতে পারি না।
অতীতের স্মৃতিগুলো এখন
অন্ধকারের ধূসরতায় মিছে যাচ্ছে।
অামার জীবনে কখনো সুখের পায়রা উড়ে না
সে আমার অজানা নয়,
তবুও তুমি স্বপ্ন দেখিয়েছিলে।
আশাগুলো মিছিল করে এগিয়ে এসে
আমার সর্বস্ব বেদনা কেড়ে নিয়ে
তোমাকে ভালোবেসে নৃত্য করে,
আমার মাঝে তোমার অস্তিত্বের
গাঢ় নীল রঙের ছাপ দিয়ে যায়
তোমাকে দেখি পূর্ণ চোখে।
সেই তুমি কত সহজেই বলে দিলে-
' আমার মাঝে তোমার অস্তিত্ব ছিল না
কোন দিন, কোন কালেও। '
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সবুজ আহমেদ কক্স ১৮/০২/২০১৫valo laglo @@
-
জহির রহমান ১১/০২/২০১৫“...আমার মাঝে তোমার অস্তিত্ব ছিল না
কোন দিন, কোন কালেও।”
ভালো লাগা জানিয়ে গেলাম কবি! আরো আশা করি। -
অ ১০/০২/২০১৫অনেক বেদনার ।
অনেক অভিমানের ।]
চমৎকার । -
হাসান কামরুল ১০/০২/২০১৫দারুণ দারুণ দারুণ।
-
সবুজ আহমেদ কক্স ১০/০২/২০১৫manik is manik @@@@@ valo laglo
-
রক্তিম ১০/০২/২০১৫ভাঙ্গা ছকের বাইরে কবিতা । ভাল।
-
মিজান রহমান ১০/০২/২০১৫নস্টালজিক সুখ ।
শুভেচ্ছা নিবেন ।