স্বপ্ন আঁকা মেয়েটি
আঁকা বাঁকা মেঠো পথে হেঁটে যায়
কিশরী এক বালিকা,
মনে স্বপ্ন আঁকে এক স্বপ্ন পুরুষ।
ভালোবাসার সন্ধানে স্বপ্ন পুরুষ তার ধরা দেয়
স্বার্থকতা পরিপূর্ণ হয় বিয়ের পিড়ি বসে।
মেয়েটি আজ অন্তসত্তা,
দু'দিন পরে ঘর আলো করে আসবে এক নবাগত
কত স্বপ্ন আঁকে সে মাতৃত্ব ঘিরে।
দিন যত ঘনিয়ে আসে, ততো সে উৎকন্ঠা, আনন্দিত
অবশেষে সেই দিনটি এসে যায়।
চাঁদের মত ফুটফুটে এক শিশু ভূমিষ্ঠ হলো পৃথিবীতে
কিন্তু হায়! স্বপ্ন আঁকা মেয়েটি আজ
নিয়েছে চির বিদায়।
কিশরী এক বালিকা,
মনে স্বপ্ন আঁকে এক স্বপ্ন পুরুষ।
ভালোবাসার সন্ধানে স্বপ্ন পুরুষ তার ধরা দেয়
স্বার্থকতা পরিপূর্ণ হয় বিয়ের পিড়ি বসে।
মেয়েটি আজ অন্তসত্তা,
দু'দিন পরে ঘর আলো করে আসবে এক নবাগত
কত স্বপ্ন আঁকে সে মাতৃত্ব ঘিরে।
দিন যত ঘনিয়ে আসে, ততো সে উৎকন্ঠা, আনন্দিত
অবশেষে সেই দিনটি এসে যায়।
চাঁদের মত ফুটফুটে এক শিশু ভূমিষ্ঠ হলো পৃথিবীতে
কিন্তু হায়! স্বপ্ন আঁকা মেয়েটি আজ
নিয়েছে চির বিদায়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোহাম্মদ রফিক ১৪/০২/২০১৫কিশোরী বালিকা অন্তঃস্বত্তা হলে পরিনতি এভাবে হয়, বাল্যবিবাহ প্রতিরোধে এগিয়ে আসুন
-
সহিদুল ইসলাম ১৩/০২/২০১৫আমাদের দেশের অতি স্বাভাবিক ঘটনা, আশ্চার্য হওয়ার কিিছু নেই।
-
মিজান রহমান ১০/০২/২০১৫বাল্যবিবাহ সত্যিই অভিশাপ
-
অ ০৯/০২/২০১৫বাল্যবিবাহের করাল গ্রাস ।
দুঃখজনক । -
হাসান কামরুল ০৯/০২/২০১৫ভালো লাগলো।
-
সবুজ আহমেদ কক্স ০৯/০২/২০১৫অনেক ভালো লাগলো ,,,,সুন্দর কথা মালা...।।
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ০৯/০২/২০১৫সো স্যাড.................
-
ফিরোজ মানিক ০৯/০২/২০১৫বাল্য বিবাহ আমাদের সমাজের একটি অভিশাপ...................।