www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

চার বোকার গল্প

বেকার চার বন্ধু। এক সময় তারা সিদ্ধান্ত নেয় তাদের কিছু করা দরকার। কি করা যায় ভাবতে ভাবতে সিদ্ধান্ত হলো মটর মিকানিক্সের গ্যারেজ করবে। গ্যারেজ করা হয়ে গল, ২ মাস চলে গেল ৩ মাস চলে গেল তবুও একটি গাড়িও কেউ গ্যারেজে সারতে গেল না। কেন গেল না! কারণ গ্যারেজটা ছিল দোতালায়। তারপর তারা ভাবলো, গ্যারেজ যেহেতু চলেনা তাহলে অন্য কিছু করি। এবার তারা একটা সি এন জি কিনলো। কিন্তু সেই সি এন জি তেও কোন প্যাসেনজার ওঠে না। কেন ওঠে না! কারণ পেছন ছিটে ৩ জন আর ডাইভার ছিটে একজন সব সময়ই বসে থাকে। অবশেষে রাগ করে সি এন জি টি নদীতে ফেলে দেবার জন্য নদীর তীরে নিয়ে যায়, কিন্তু নদীতে সি এন জি পড়ে না। কেন পড়ে না! কারণ ২ জন পেছন থেকে ধাক্কায় আর ২ জন সামনে থেকে ধাক্কায়।
বিষয়শ্রেণী: কৌতুক
ব্লগটি ২৩৮১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৬/০২/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ওদের মধ্যে সেরা কে ! হি হি হা হা
  • মোবারক হোসেন ১৭/০৬/২০১৫
    সুপার
  • এক কথায় দারুন লাগল। ধন্যবাদ আপনাকে।
  • :) মজা লাগলো
  • পরিতোষ ভৌমিক ১৪/০৩/২০১৫
    অসাধারন । :)
  • রক্তিম ১১/০২/২০১৫
    ha ha he he ho ho . valo legeche
  • জাহিদুর রহমান ০৮/০২/২০১৫
    Hahaha
    moja paice
  • হাসান কামরুল ০৭/০২/২০১৫
    ভালো লাগলো। মজা পেলাম।
  • চরম। দারুন মজা। হটস এ বোকারাম। হাহাহহা.........
  • ০৬/০২/২০১৫
    হাহাহা.................।
    বোকারাম ।
 
Quantcast