www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

গণিকা - ২

পৃথিবীর সকল সুন্দরী রমনীরা
তোমার কাছে হার মানবে,
তোমার চুলের সুগন্ধি বাতাসে
মাতাল হবে সুন্দরের পূজারী।
বড় বড় নিঃশ্বাসে যৌবনের যৌন সুধা
মিটিয়ে যাবে কত কাম পুরুষ।
ওই রঙ করা ঠোঁটে,
কত পুরুষের আলিঙ্গন,
অধরের তলদেশে ঘুমিয়েছে
কত পুরুষ জাপটে ধরে,
নিতান্তই তুমি অসহায় হয়ে
তার ইচ্ছেগুলো প্রাধান্য দিয়েছো।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯৬৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৫/০২/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • হমমমমমমমমমমম। ভালো লিখেছেন। বাট মনে হল হয়ে বুঝি হলো না শেষ॥
  • হাসান কামরুল ০৭/০২/২০১৫
    চমৎকার লিখেছেন ভাই
  • বিষয়টা করুণই বলব! তবে এই সামাজিক অবক্ষয় থেকে এদের বেড়িয়ে আনার জন্য যে যার-তার অবস্থান যথাসাধ্য পদক্ষেপ দেওয়া জরুরী। সকলের নৈতিকতাবোধ জাগিয়ে তুলতে হবে, ধর্মীয় শিক্ষাকে গুরুত্ব দিবে, সব ধরণের অশ্লীলতাকে দূর করতে হবে। পাশাপাশি পরিস্থিতির শিকার এই শ্রেণির মানুষদেরকে সমাজের মূল ধারায় প্রতিস্থাপনের যথাযথ পদক্ষেপ নিতে হবে।

    প্রিয় কবিকে আন্তরিক ধন্যবাদ- অবহেলিত, ঘৃণিত একটি বিশেষ শ্রেণীর মর্মস্পর্শী দিককে সুন্দর ভাবে তুলে ধরে পাঠকের দৃষ্টি আকর্ষণ করার জন্য।
    • ফিরোজ মানিক ০৬/০২/২০১৫
      ধন্যবাদ আব্দুল্লাহ্ আল মোন্তাজীর ভাই। আপনার এই সুন্দর মন্তব্যের জন্য সাধুবাদ জানাই। শুভেচ্ছা রইল।
  • জাহিদুর রহমান ০৫/০২/২০১৫
    Nari boroee bicetro
    koto kosto sorjo korea aber kosto deyoooo
    • ফিরোজ মানিক ০৬/০২/২০১৫
      ধন্যবাদ। হয়তো ঠিকই বলেছেন।
  • নিহাল নাফিস ০৫/০২/২০১৫
    ধন্যবাদ
  • নিহাল নাফিস ০৫/০২/২০১৫
    সারমর্মটা মন খারাপ করে দিল ।
  • নিহাল নাফিস ০৫/০২/২০১৫
    :-(
  • সুন্দর আরাধনা যদি সবাই করে তাহলে অসুন্দরের কি হবে?
    • ফিরোজ মানিক ০৫/০২/২০১৫
      অসুন্দর সব সময় অসুন্দর হয়না। সব অসুন্দরের পেছনে কিছু ইতিহাস থাকে যা কেউ হয়তো ভাবে না। মন্তব্যের জন্য ধন্যবাদ।
  • Pp ০৫/০২/২০১৫
    ঈশ্বর তুমায় বানিয়ে সাচা টা ভেঙ্গে তাই আজ অব্দি তুমি তুমি...আর তুমি তুমি ই থাকবে
    আসবে না কেও তুমার মত...আর রাংবে না কেও আমায় তুমার রঙ্গে ...।ভাল লাগল কবি
  • সুব্রত দাশ আপন ০৫/০২/২০১৫
    কবি সবুজ আহমদ এর পরামর্শের দিকে একটু খেয়াল রাখবেন। তাছাড়া খারাপ হয় নাই, ভালো লাগলো।
  • ফিরোজ মানিক ০৫/০২/২০১৫
    গদ্য কবিতা ভাই তাই ছন্দের অন্তমিল নাই। ধন্যবাদ।
  • সবুজ আহমেদ কক্স ০৫/০২/২০১৫
    ছন্দ অন্ত্যমিল রাখলে আরো ভালো লাগতো..................সো ফাইণ .........।।
    ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
 
Quantcast