গণিকা
যে দিকে ফেরাও চোখ; দেখ বিবর্ণ সব স্মৃতি
তোমার চারপাশ ঘিরে বসবাস অবিরত।
বর্ণহীন, গন্ধহীন ফুলের মত তোমার কল্পনা,
অন্ধকার, ধূসরতায় আচ্ছন্ন পৃথিবী।
এখানে বেঁচে থাকার সংগ্রাম করতে করতে তুমি ক্লান্ত
সে কথা ভেবেছো কখনো?
রৌদ্রতাপের মত যখন কারো দেহ উত্তপ্ত কর তুমি
কেমন দেখায় তখন পৃথিবীর রঙ!
সে তোমার ভাবনাহীন বটে।
সঙ্গীহীন বিষন্ন জীবন তোমার,
শ্রীহীন যৌবনে তবুও অপেক্ষায়ীত তুমি
নতুন কোন স্বপ্ন পুরুষের,
যে তোমার এক রাতের সঙ্গী হবে।
তোমার চারপাশ ঘিরে বসবাস অবিরত।
বর্ণহীন, গন্ধহীন ফুলের মত তোমার কল্পনা,
অন্ধকার, ধূসরতায় আচ্ছন্ন পৃথিবী।
এখানে বেঁচে থাকার সংগ্রাম করতে করতে তুমি ক্লান্ত
সে কথা ভেবেছো কখনো?
রৌদ্রতাপের মত যখন কারো দেহ উত্তপ্ত কর তুমি
কেমন দেখায় তখন পৃথিবীর রঙ!
সে তোমার ভাবনাহীন বটে।
সঙ্গীহীন বিষন্ন জীবন তোমার,
শ্রীহীন যৌবনে তবুও অপেক্ষায়ীত তুমি
নতুন কোন স্বপ্ন পুরুষের,
যে তোমার এক রাতের সঙ্গী হবে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ০৯/০২/২০১৫গনিকাদের জীবন আসলেই অসহায়ের জীবন।
-
অ ০৫/০২/২০১৫সুন্দর লেখা ।
শুভেচ্ছা রইল । -
নাজমুল আহসান ০৪/০২/২০১৫অনেক প্রান ছিল । ধন্যবাদ
-
ফিরোজ মানিক ০৪/০২/২০১৫একজন পতিতা প্রতিটি মুহূর্তই মনে মনে স্বপ্ন আঁকে কোন না কোন পুরুষ যেন তার রাতের শয্যা সঙ্গী হয়, তাই স্বপ্ন পুরুষ কথাটি ব্যবহার করেছি।
-
চূড়ান্ত ০৪/০২/২০১৫আসলেই কি স্বপ্নপুরুষ!?
-
সবুজ আহমেদ কক্স ০৪/০২/২০১৫আজকের লিখা টা অনেক ভালো লাগলো
-
সুব্রত দাশ আপন ০৪/০২/২০১৫ধন্যবাদ কবি বন্ধু। শেষের প্যারাটায় অনেক রহস্যের গন্ধ পাওয়া গেল। শুভেচ্ছা আপনাকে।