www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মরেছে পাঁচ বেঁচেছে পাঁচ হারাধনের ছেলে

হারাধনের দশটি ছেলে সবাই যখন মরে
শফিক ইমতিয়াজ সবাইকে ফেরায় আবার ঘরে।
অবশেষে স্বাীকার নাকি করে যোগীন্দ্রও
হারাধনের দশটি ছেলের কেউ মরেনি কেউ।
তাদের কথা আবারও আমি করছি বিবরণ
এই কথা মেনে নিবেন জানি গুণীজন।
বন থেকে ফিরে যে পেতেছিল সংসার
এতো দিনে পৃথিবীতে নেই বুঝি সে আর।
হারাধনের দশ ছেলের রইল বাঁকি নয়
এদের মধ্যে যারা বাঁচলো তারাই পেল জয়।
বাঘের সাথে যুদ্ধ করে যে ফিরেছিল ঘরে
অসুস্থ্যতায় বিছানায় শুয়ে ধুকে ধুকে মরে।
হারাধনের দশ ছেলের রইল বাঁকি আট
তাদের মধ্যে সেও মরলো ভেঙেছিল যার দাঁত।
যে ছেলেটি গাছ কাটতে হয়েছিল কেটে দুই
সে ছেলেটি কেমনে বাঁচে ইমতিয়াজ বাবুকে কই।
হারাধনের দশ ছেলের রইল বাঁকি ছয়
কুমিরের পেটে যে গেল সে কেমনে বেঁচে রয়!
মরেছে পাঁচ বেঁচেছে পাঁচ হারাধনের ছেলে
এই কথাকে মেনে নিবেন যোগীন্দ্র ইমতিয়াজ মিলে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১০৫৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩০/০১/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ফিরোজ মানিক ০৯/০২/২০১৫
    'হারাধনের দশটি ছেলে' যগীন্দ্রনাথের একটি কবিতা। সেখানে কবি হারাধনের দশটি ছেলেকেই মেরে ফেলেন। কবি শফিক ইমতিয়াজ কবিতাটি আবার লিখলেন, সেখানে তিনি সবাইকে আবার মৃত্যুর হাত থেকে ঘরে ফেরান। তারপর আমার এই লেখা। ধন্যবাদ বস।
  • একচুয়ালি হু ইজ দিজ এই হারাধন। আমি অনেক শুনেছি বাট হারাধন সম্পর্কে জানি না।
  • সবুজ আহমেদ কক্স ৩১/০১/২০১৫
    darun valo laglo tai anek bar pora holo. . .
  • ফিরোজ মানিক ৩১/০১/২০১৫
    ধন্যবাদ আমার আজাদ বন্ধু। আমি জানিতো সেই কবিতাটি তোমার। শুভেচ্ছা রইল মন্তব্যের জন্য।
  • আজাদ বঙ্গবাসী ৩১/০১/২০১৫
    'শুনেছি সেই হারাধন আজো নাকি বিয়েই করেনি'

    অন্য একটি কবিতা বাংলা সাহিত্যে আছে
  • অনিরুদ্ধ বুলবুল ৩১/০১/২০১৫
    যাক, তবু হারাধনের পাঁচ ছেলেকে তো বাঁচিয়ে রেখেছেন! ধন্যবাদ। আপনিও সুখে শান্তিতে বাঁচুন।
    • ফিরোজ মানিক ৩১/০১/২০১৫
      ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য। শুধু আমি নয়, আমাদের সবাইকে যেন আল্লহ দীর্ঘায়ু দান করেন।
  • সবুজ আহমেদ কক্স ৩১/০১/২০১৫
    দারুণ ......।
  • ঐশ্বরিক হিমা ৩০/০১/২০১৫
    একটু ভিন্ন ধর্মী কবিতা।
    পড়ে অনেক ভাল লাগলো :)
  • ফিরোজ মানিক ৩০/০১/২০১৫
    তারুণ্যের সকল লেখকদের প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
 
Quantcast