উত্তপ্ত জলে তুমি জল মিশালে উত্তপ্ত
খুব সম্ভবত; শ্রাবণের এক বিকেলে
তুমি গধূলি রঙের শাড়ি পড়েছিলে।
আমি নীল টি-সার্ট পড়ে
ক্যাম্পাসে দেখা করতে যাই তোমার সাথে,
সবুজ ঘাসের গালিচায় তুমি আমি
বাদাম চিবুতে চিবুতে বলেছিলে-
' কাল রাতে আমি স্বপ্ন দেখেছি
উত্তপ্ত জলে তুমি জল মিশালে উত্তপ্ত,
আমি শীতল হলাম।
এ বর্ষায় ভরে গেছে নদী
শুধু অপেক্ষায়, কবে তোমার
জল সেঁচার সময় হবে। '
কি আশ্রার্য দেখ!
সে সময় আমার এখনো হয়নি,
তুমি উত্তপ্ত জলের নেশায়
ঝাপ দিলে সাগরে।
তুমি গধূলি রঙের শাড়ি পড়েছিলে।
আমি নীল টি-সার্ট পড়ে
ক্যাম্পাসে দেখা করতে যাই তোমার সাথে,
সবুজ ঘাসের গালিচায় তুমি আমি
বাদাম চিবুতে চিবুতে বলেছিলে-
' কাল রাতে আমি স্বপ্ন দেখেছি
উত্তপ্ত জলে তুমি জল মিশালে উত্তপ্ত,
আমি শীতল হলাম।
এ বর্ষায় ভরে গেছে নদী
শুধু অপেক্ষায়, কবে তোমার
জল সেঁচার সময় হবে। '
কি আশ্রার্য দেখ!
সে সময় আমার এখনো হয়নি,
তুমি উত্তপ্ত জলের নেশায়
ঝাপ দিলে সাগরে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
হাসান কামরুল ৩০/০১/২০১৫ভালো লাগলো ভাই।
-
অস্পষ্ট ছবি ৩০/০১/২০১৫খুব ভালো লাগলো...
-
অ ২৯/০১/২০১৫গভীর ভাবনার বহিঃপ্রকাশ ।
খুব সুন্দর ।
শুভেচ্ছা রইল । -
রক্তিম ২৯/০১/২০১৫সুন্দর ।
-
আহমাদ মাগফুর ২৯/০১/২০১৫প্রেমিকার বহুত পিয়াস
ফুরসতে খুজেঁ তারা নতুন ফিরাশ।
(ফিরাশ = বিছানা) আ:
#
আশ্রার্য এর জায়গায় কি আশ্চর্য্য হবে! -
সুব্রত দাশ আপন ২৯/০১/২০১৫ফিরোজ ভাই অসাধারণ প্রেমের রুমান্টিক কবিতা লিখেছেন। মনেতো একদম রোমাঞ্চ লাগিয়ে দিলেন। আপনার এ ভালবাসার রোমাঞ্চ আপনার মনে গেঁথে থাক সারাজীবন।
-
সবুজ আহমেদ কক্স ২৯/০১/২০১৫অনেক ভালো লাগলো...............।
-
শ্রাবনের মেঘ ২৯/০১/২০১৫ভাল লাগল
-
ফিরোজ মানিক ২৯/০১/২০১৫সবার মতামত কামনা করি।