তুমি যদি চাও
তুমি যদি চাও আমি বুন হাঁস হব
তুমি হবে নদী,
তুমি যদি চাও আমি আকাশের মেঘ হব
তুমি বৃষ্টি হও যদি।
তুমি যদি চাও আমি হিমালয় হব
তুমি হবে ঝর্ণা,
তুমি যদি চাও আমি সাগরের জল হব
হও যদি তুমি মোহনা।
তুমি যদি চাও আমি ভোরের শিশির হব
তুমি হবে কুয়াশা,
তুমি যদি চাও আমি তোমার হব
ভালোবাস যদি সহসা।
তুমি হবে নদী,
তুমি যদি চাও আমি আকাশের মেঘ হব
তুমি বৃষ্টি হও যদি।
তুমি যদি চাও আমি হিমালয় হব
তুমি হবে ঝর্ণা,
তুমি যদি চাও আমি সাগরের জল হব
হও যদি তুমি মোহনা।
তুমি যদি চাও আমি ভোরের শিশির হব
তুমি হবে কুয়াশা,
তুমি যদি চাও আমি তোমার হব
ভালোবাস যদি সহসা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মিজান রহমান ১০/০২/২০১৫Nice
-
সবুজ আহমেদ কক্স ০৯/০২/২০১৫darun valo laglo @@@
-
আবিদ আল আহসান ২৮/০১/২০১৫nice laglo
-
হাসান ইমতি ২৮/০১/২০১৫বাহ
-
সুব্রত দাশ আপন ২৮/০১/২০১৫আর কবি আপনি যদি চান আমি আপনার কবিতায় ১০০ খানা মন্তব্য দিব। আপনার কবিতা পড়ে প্রখ্যাত কন্ঠশিল্পী নচিকাতার কথার গানের কথা মনে পড়ছে।
-
আবু সাহেদ সরকার ২৮/০১/২০১৫তুমি যদি চাও দিব আমার ভালোবাসা,
কর যদি পাওয়ার আশা।
দারুন লাগলো কবি। -
হাসান কামরুল ২৮/০১/২০১৫ভালো লাগলো।
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ২৮/০১/২০১৫তুমি যদি চান আমি অনেক গুলো মন্তব্য করবো। হাহহাহ। মজা করলাম। ভালো লাগলো।