বলবো কিংবা বলবো না
কাছে থেকেও তুমি যেন কাছে নও।
বলিনা কোন কথা
পাছে না জানি পবো কিনা,
পাওয়া হবে কিনা, কিংবা-
তুমি আদোও চেয়েছো কিনা আমায়!
কোন এক বসন্তে-
পলাশ ফুলে সাজানো তোমার অঙ্গে
শুনেছিলাম ভালোবাসার অফুরন্ত
নিঃশ্বাসের শব্দ, পেয়েছিলাম স্বাদ
তোমার মুখো-মুখি দাঁড়িয়ে।
তবুও বলতে পারিনি, বলা হয় না
পরে না জানি রাগ কর কিনা এই ভেবে।
আমি মনে প্রাণে শুধু তোমাকেই চেয়েছি,
মনে প্রাণে, আমার অন্তরে
পেয়েছি তোমায় কল্পনায়।
অনেক কিছুই বলার ছিল তোমায়
তবুও বলা হয় না,
সময় আর সুযোগের অপেক্ষায়
না বলা কথাগুলো আমার
ক্রমে ক্রমে মনের অন্তরাল থেকে
দূরে সরে যাচ্ছে।
বলিনা কোন কথা
পাছে না জানি পবো কিনা,
পাওয়া হবে কিনা, কিংবা-
তুমি আদোও চেয়েছো কিনা আমায়!
কোন এক বসন্তে-
পলাশ ফুলে সাজানো তোমার অঙ্গে
শুনেছিলাম ভালোবাসার অফুরন্ত
নিঃশ্বাসের শব্দ, পেয়েছিলাম স্বাদ
তোমার মুখো-মুখি দাঁড়িয়ে।
তবুও বলতে পারিনি, বলা হয় না
পরে না জানি রাগ কর কিনা এই ভেবে।
আমি মনে প্রাণে শুধু তোমাকেই চেয়েছি,
মনে প্রাণে, আমার অন্তরে
পেয়েছি তোমায় কল্পনায়।
অনেক কিছুই বলার ছিল তোমায়
তবুও বলা হয় না,
সময় আর সুযোগের অপেক্ষায়
না বলা কথাগুলো আমার
ক্রমে ক্রমে মনের অন্তরাল থেকে
দূরে সরে যাচ্ছে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফিরোজ মানিক ২৮/০১/২০১৫ধন্যবাদ মন্তব্যের জন্য।
-
সবুজ আহমেদ কক্স ২৮/০১/২০১৫ফাইন .........।। বানান ঠিক করার ফলে লিখা সুন্দর লাগছে...............।
-
অ ২৭/০১/২০১৫সুন্দর প্রকাশ কবি ।
শুভেচ্ছা রইল । -
ফিরোজ মানিক ২৭/০১/২০১৫আপনি আরো বেশি ভাল লেখেন কামরুল ভাই।
-
মুহাম্মদ রুহুল আমীন ২৭/০১/২০১৫অনেক ভাল লাগল
শিরোনামে বানান দেখে নিন -
হাসান কামরুল ২৭/০১/২০১৫বেশ লিখেছেন ভাই।
-
ফিরোজ মানিক ২৭/০১/২০১৫Thanks
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ২৭/০১/২০১৫অব্যক্ত ভালোবাসা।
-
আবিদ আল আহসান ২৭/০১/২০১৫অসাধারণ
-
রক্তিম ২৭/০১/২০১৫সুন্দর
-
সবুজ আহমেদ কক্স ২৭/০১/২০১৫কবি ফিরোজ মানিক কবিতার শিরোনাম টা আসলে কী ভাই.........।
-
সবুজ আহমেদ কক্স ২৭/০১/২০১৫ভালো লিখা
-
ফিরোজ মানিক ২৭/০১/২০১৫আমার সবকটি লেখা প্রকাশ করার জন্য বস্ কে ধন্যবাদ।