অযাচিত
বেলার শেষ প্রহর কাটিয়ে ধূসরতার অন্ধকারে যখন
পৃথিবী তলিয়ে যায়,হারিয়ে যায় দিনের
সমস্ত কাজের অস্থিরতা, আর
ধরণীর বুকে নেমে আসে বিষন্নতা-
করোটিয়ার লাল ব্রীজের দু'গলিতে দাঁড়িয়ে
যে নারীটি খদ্দের পাবার অপেক্ষায় তখন;
তার পৃথিবীটা কারো দেহের ভর সমতুল্য।
জোছনা রাতে কারো দেহের নীচে
নিজেকে সমর্পিত করার তৃপ্তি নিয়ে প্রতিরাতে
কামপুরুষের আহ্বানে বিষন্ন পায়চারীর শব্দ
কারো কর্নপাত হবে কি হবে না,
এসমাজ তাকে কি বললো কিংবা বললো না,
তা নিয়ে বিন্দু মাত্র অনুসুচনা নেই।
পৃথিবী তলিয়ে যায়,হারিয়ে যায় দিনের
সমস্ত কাজের অস্থিরতা, আর
ধরণীর বুকে নেমে আসে বিষন্নতা-
করোটিয়ার লাল ব্রীজের দু'গলিতে দাঁড়িয়ে
যে নারীটি খদ্দের পাবার অপেক্ষায় তখন;
তার পৃথিবীটা কারো দেহের ভর সমতুল্য।
জোছনা রাতে কারো দেহের নীচে
নিজেকে সমর্পিত করার তৃপ্তি নিয়ে প্রতিরাতে
কামপুরুষের আহ্বানে বিষন্ন পায়চারীর শব্দ
কারো কর্নপাত হবে কি হবে না,
এসমাজ তাকে কি বললো কিংবা বললো না,
তা নিয়ে বিন্দু মাত্র অনুসুচনা নেই।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
নাজমুল আহসান ৩০/০১/২০১৫দহন
-
ফিরোজ মানিক ২৬/০১/২০১৫কিছু কিছু সময় এমন ভুল হয়ে যায়, যা নিজের চোখে ধরে না।
-
অ ২৬/০১/২০১৫খুব সুন্দর হয়েছে ।
-
হাসান কামরুল ২৬/০১/২০১৫বেশ লাগলো ভাই।
-
রাধাশ্যাম জানা ২৬/০১/২০১৫পড়ে ভাল লাগল।
-
আহমাদ মাগফুর ২৬/০১/২০১৫‘অনুসুচনা’ দেখে আমাদেরও অনুশোচনা নেই!
ডোন’ড মাইন্ড! -
মোঃ আবদুল করিম ২৬/০১/২০১৫ভাল লাগলো
-
সবুজ আহমেদ কক্স ২৬/০১/২০১৫সুন্দর লাগলো
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ২৬/০১/২০১৫তবু জীবন যাচ্ছে চলে জীবনের নিয়মে...........
-
আবিদ আল আহসান ২৬/০১/২০১৫ভালো হইছে