কিছু নেই- শুধুই নর্দমার জল
এক
তোমার চোখে দেখেছিলাম পদ্মদীঘির জল
ভেবেছিলাম ভেতরে তার রত্ন'র টলমল।
ডুব সাঁতারে গহীন জলের খুঁজতে গিয়ে তল;
দেখি- কিছু নেই সেখানে! শুধু নর্দমার জল।
শরীরের থেকে ভেসে আসে শরীষ ফুলের ঘ্রাণ
শুঁকতে গিয়ে দেখি! তা বাসি, নেই তাতে কোন প্রাণ।
গভীর রাতে আঁধার পেরিয়ে বুকে তোমার দেখি
জলগুলো সব শুকে গেছে- যা আছে, তা শুধু মেকী।
দুই
তোমরা পারো আঁধারে দেখাতে ভরা পূর্ণিমার আলো
বোকারাই শুধু সারা জীবন বাসবে তোমাদের ভালো।
তোমার চোখে দেখেছিলাম পদ্মদীঘির জল
ভেবেছিলাম ভেতরে তার রত্ন'র টলমল।
ডুব সাঁতারে গহীন জলের খুঁজতে গিয়ে তল;
দেখি- কিছু নেই সেখানে! শুধু নর্দমার জল।
শরীরের থেকে ভেসে আসে শরীষ ফুলের ঘ্রাণ
শুঁকতে গিয়ে দেখি! তা বাসি, নেই তাতে কোন প্রাণ।
গভীর রাতে আঁধার পেরিয়ে বুকে তোমার দেখি
জলগুলো সব শুকে গেছে- যা আছে, তা শুধু মেকী।
দুই
তোমরা পারো আঁধারে দেখাতে ভরা পূর্ণিমার আলো
বোকারাই শুধু সারা জীবন বাসবে তোমাদের ভালো।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
হাসান কামরুল ২৭/০১/২০১৫অসাধারন , অসাধারন, অসাধারন।
-
অ ২৬/০১/২০১৫সুন্দর ।
-
আহমাদ মাগফুর ২৬/০১/২০১৫না ফিরোজ ভাই ! ওদের কাছে এত সহজে হার মানা যাবে না । আমরা যারা ভালোবাসি তারা বোকা নয়। বোকা হল যারা আমাদের বালোবাসাকে মূল্যায়ন করতে জানে না!
-
সবুজ আহমেদ কক্স ২৪/০১/২০১৫best of luck . . Valo thakun @ @ @
-
সবুজ আহমেদ কক্স ২৪/০১/২০১৫দারুন কবিতা
দারুন অন্তমিল