সুখ দাও
এক
যখন আমার হিম সাগরে জোয়ার আসে
তখন আমি উত্তপ্ত হই,
আমার সমস্ত শরীর কাতরায়
তোমার দেহের সান্নিদ্ধ পেতে।
অজানা সুখের দোলায় দোলে
আমার সমস্ত শরীর,মন
আমি স্থির থাকতে পারি না।
তোমার সঞ্চায়িত মধু বন আহরণ করে
সুধা রসের অমৃত পান করেই
আমি আত্ম সিদ্ধি লাভ করতে চাই।
দুই
তোমার দেহ উত্তপ্ত;
শরীরের লবনাক্ত গলে গলে পরছে মাটিতে
তুমি আমায় জড়িয়ে ধরতে চাও
তৃপ্তি পেতে চাও আমার প্রেম রসে।
যখন আমার হিম সাগরে জোয়ার আসে
তখন আমি উত্তপ্ত হই,
আমার সমস্ত শরীর কাতরায়
তোমার দেহের সান্নিদ্ধ পেতে।
অজানা সুখের দোলায় দোলে
আমার সমস্ত শরীর,মন
আমি স্থির থাকতে পারি না।
তোমার সঞ্চায়িত মধু বন আহরণ করে
সুধা রসের অমৃত পান করেই
আমি আত্ম সিদ্ধি লাভ করতে চাই।
দুই
তোমার দেহ উত্তপ্ত;
শরীরের লবনাক্ত গলে গলে পরছে মাটিতে
তুমি আমায় জড়িয়ে ধরতে চাও
তৃপ্তি পেতে চাও আমার প্রেম রসে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সবুজ আহমেদ কক্স ২৩/০১/২০১৫ভাল লাগলো
-
ফিরোজ মানিক ২৩/০১/২০১৫সবার মন্তব্য কামনা করি।