ভালোবাসা বিবর্ণ স্বপ্ন
সারা রাত ঘুমহীন দু'চোখ রক্ত জবার মত
এ ভাবে চলছে অনেক দিন।
কি যে সব অদ্ভুত ভাবনা রাতভর
আমার চোখের সামনে নৃত্য করে!
টের পাই স্বচ্ছ ঝর্ণার মত
বুকের অতি গোপন কণে
টুকরো টুকরো সংলাপ প্রবাহীত হয়ে
অনুভূতি গুলো ভিষণ ভাবে
যেন ভোঁতা করে যায়।
তাই ভালো থাকা যেন আজকাল
বিবর্ণ স্বপ্ন ব্যতিত আর কিছু নয়।
এ ভাবে চলছে অনেক দিন।
কি যে সব অদ্ভুত ভাবনা রাতভর
আমার চোখের সামনে নৃত্য করে!
টের পাই স্বচ্ছ ঝর্ণার মত
বুকের অতি গোপন কণে
টুকরো টুকরো সংলাপ প্রবাহীত হয়ে
অনুভূতি গুলো ভিষণ ভাবে
যেন ভোঁতা করে যায়।
তাই ভালো থাকা যেন আজকাল
বিবর্ণ স্বপ্ন ব্যতিত আর কিছু নয়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফিরোজ মানিক ২৩/০১/২০১৫ধন্যবাদ মন্তব্যর জন্য।
-
অ ২২/০১/২০১৫ভালো হয়েছে ।
বানানের দিকে একটু খেয়াল রাখবেন ।
কণে>কোণে
ভিষণ> ভীষণ
প্রবাহীত> প্রবাহিত
ব্যতিত> ব্যতীত -
সবুজ আহমেদ কক্স ২২/০১/২০১৫কবি ফিরোজ মানিক ধন্যবাদ
ছন্দ অন্ত্যমিল এর দিক খেয়াল রাখলে আপনি খুব ভাল করবেন কবি ......।। ভাল থাকুন ভাল মতামত দিন -
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ২২/০১/২০১৫অভিনন্দন। আপনাকে। প্রকাশিত হয়ে গেলো আপনার তিন নাম্বার লেখা। ভালো। চালিয়ে যান।