তাজমহল
তাজমহলের পাথরের তলে ঘুমিয়ে মমতাজ
ভালোবাসার নিদর্শন করিতেছে প্রকাশ।
ভালোবাসার নিদর্শন করিতেছে প্রকাশ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আ ২১/০১/২০১৫যাও। এগিয়ে যাও। বড় কবি হও। দোয়া করি।
-
আ ২১/০১/২০১৫যাও এগায়ে যাও। বড় কবি হও। দোয়া করি।
-
আ ২১/০১/২০১৫তোমাকে তো বলে ছিলাম আমার লেখার মূল ভাব দিয়ে সামান্য কিছু শব্দ বদলিয়ে যে কবিতাটি লিখলে ওটা তুমি কি করবে, তুমি বলে ছিলে এমনি রেখে দিচ্ছি। আজ এমনি লেখা কবিতাটি প্রকাশ হয় কেন।
-
ফিরোজ মানিক ২১/০১/২০১৫এটা তো ঠিক যে আমার লেখা দেখেই তুমি তোমার লাইনগুলো লিখেছিলে? তাই বলে কি আমি বলবো তুমি আমার লেখা চুরি করেছো? তুমি খুব বড় অপবাদ দিয়েছো, যা কখনোই তোমার কাছে আশা করিনি। যেখােন তোমার লাইনের সাথে আমার লাইনের শব্দ গুলোই আলাদা সেখানে তুমি কি করে বললে ওটা তোমার কবিতা।
-
আ ২১/০১/২০১৫তাজমহলের ক্রন্দন
আজাদ বঙ্গবাসী
তোমরা তাজমহল দেখেছ দেখনি চোখের জলে
কত ব্যাথার তার আজও কেঁদে মরে অন্দরমহলে।
||
এই ছিল বন্ধু তোমার আমার লেখার মিল অমিল | -
আ ২১/০১/২০১৫তাজমহলের ক্রন্দন
আজাদ বঙ্গবাসী
তোমরা তাজমহল দেখেছ দেখনি চোখের জলে
কত ব্যাথার তার আজও কেঁদে মরে অন্দরমহলে।
||
এই ছিল বন্ধু তোমার আমার লেখার মিল অমির | -
আ ২১/০১/২০১৫তাজমহলের ক্রন্দন
আজাদ বঙ্গবাসী
তোমরা তাজমহল দেখেছ দেখনি চোখের জলে
কত ব্যাথার আজও কেঁদে মরে অন্দরমহলে।
||
এই ছিল বন্ধু তোমার আমার লেখার মিল অমির | -
স্বপন রোজারিও(১) ১৯/০১/২০১৫খুবই সুন্দর .. তাজমহলের মত।
-
অ ১৯/০১/২০১৫আরো ভালো আশা করছি ।
-
সবুজ আহমেদ কক্স ১৯/০১/২০১৫2 line likha ni post na korle valo hay so fine
-
সবুজ আহমেদ কক্স ১৯/০১/২০১৫valo
-
বেনামী পত্তনদার ১৯/০১/২০১৫ভালোই
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ১৯/০১/২০১৫প্রথম লেখাই এতো ছোট! একটু অলস অলস মনে হচ্ছে না? যাই হোক প্রকাশ করে দিলাম। চালিয়ে যান। ভালো থাকবেন।