www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বসন্ত বিচ্ছেদ

কাছে এলেই আমরা সরে যাই;
আমরা সরে যাই কথা থেকে কথায়,
সময় থেকে সময়ে, যুগ থেকে যুগে।
সরতে সরতে
আমরা সরে যাই গ্রহ থেকে গ্রহে
কক্ষপথ থেকে কক্ষপথে।
অতঃপর সৃষ্টি করি নতুন গ্রহ,
সৃষ্টি করি নতুন আরেকটি পৃথিবী।

ঐ পৃথিবীতে আমার সাথে তোমার
তোমার সাথে আমার বন্ধুত্ব থেমে যায়।
আমাদের পাশাপাশি দুটো দেহে
তখন লাখো আলোকবর্ষ দূরত্ব।
আমার গোলার্ধে যখন নাবালক দুপুর
তোমার গোলার্ধে তখন বাড়ন্ত রজনী।
প্রিয়তমা, আমাদের এন্টার্কটিকার বুকে
জেগে উঠুক সফেদ বসন্ত।

--২১ আষাঢ় ১৪২০
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৩১৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৭/০৯/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • খুবই ভাবগাম্ভীর্যপূর্ন কবিতা।অসাধারণ আপনার দৃষ্টি ভঙ্গি।অনিমেষ ভালবাসা আপনার জন্য।
  • ইব্রাহীম রাসেল ১৭/০৯/২০১৩
    --ভালো লাগার মতো কবিতা---
  • পল্লব ১৭/০৯/২০১৩
    খুব সুন্দর করে লিখেছেন... এভাবে সরে যেতে যেতেই অনন্ত ব্যবধান তৈরি হয়ে যায় দু'জনের মাঝে...
 
Quantcast