www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

দাঁড়িয়েছি শূন্যতার দুয়ারে

নিস্তেজ এ বক্ষ পিঞ্জরে তোমার উইল করা ভালবাসার পরিসমাপ্ত হয়েছিল, এমনি এক বিবর্ণ রাতে। পূর্নতা পেয়েছে আজ চারটে হেমন্ত । সময়ের তান্ডবে সমুদ্র জলে ভেস্তে যাওয়া কাঠ টুকরো হিসেবে পাড়ি জমেয়েছি আমি, ভূগোলের শেষ প্রান্তে । তুমিও কালজয়ী ঘোড়া নিয়ে দৌড়ে চলেছ শত বর্ষ ধরে । বেড়ে গেছে দূরত্ব , হোক বেড়ে যাওয়া ব্যবধান, সপ্তম আসমান সমান । কিন্তু আজ ফিকে এসেছে প্রাচীন স্মৃতি গুলি , দাঁড়িয়েছি শূন্যতার দুয়ারে , হাতে নিয়েছি কষ্টের ফুলঝুরি, দেখছি নির্বিকায়, বলছি না মুখে, ডেকে চলেছি হাতছানি দিয়ে । জানে না কেউ, শুনে না কেউ, জানে শুধু আলপিন বিঁধানো জ্বালাময় এ অন্তর, আর শোনে শুধু নির্বোধ ফাঁদ পেতে থাকা শব্দেরা।।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১২৪৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২১/০৪/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast