১৯৭১ এর মুক্তিযুদ্ধ দেখিনি
১৯৭১ এর মুক্তিযুদ্ধ দেখিনি
মুক্তিযোদ্ধার কাছে যুদ্ধের গল্প শুনেছি ।
ঘর পোড়ানো মানুষের কষ্ট দেখিনি
হৃদয় দিয়ে কষ্টের তীব্রতা অনুভব করছি ।
রাজাকার আলবদরদের তান্ডবতা দেখিনি
ওদের হিংস্র থাবার পরিণতি দেখেছি ।
লাখো মানুষের তাজা রক্তে রঙ্গিন মাটি দেখিনি
তাদের কীর্তিগাঁথা রক্তে বুনা বাংলাদেশ দেখছি ।
আকাশ কাঁপানো গোলাবর্ষণের শব্দ শোনিনি
শান্ত সুন্দর নীল আকাশ দেখছি ।
যাদের শক্ত হাতে দেশ হয়েছে স্বাধীন
সেই সব বীরযোদ্ধা ও শহিদদের জানাই বিনম্রশ্রদ্ধা ।
তোমরা আছো, থাকবে বাঙ্গালী জাতির হৃদয়ে,
ঘুম ভাঙ্গানো পাখির মিষ্টি সুরে ।
আমি মুক্তি যুদ্ধ দেখিনি
মুক্তিযুদ্ধের গল্প শুনেছি ।
মুক্তিযোদ্ধার কাছে যুদ্ধের গল্প শুনেছি ।
ঘর পোড়ানো মানুষের কষ্ট দেখিনি
হৃদয় দিয়ে কষ্টের তীব্রতা অনুভব করছি ।
রাজাকার আলবদরদের তান্ডবতা দেখিনি
ওদের হিংস্র থাবার পরিণতি দেখেছি ।
লাখো মানুষের তাজা রক্তে রঙ্গিন মাটি দেখিনি
তাদের কীর্তিগাঁথা রক্তে বুনা বাংলাদেশ দেখছি ।
আকাশ কাঁপানো গোলাবর্ষণের শব্দ শোনিনি
শান্ত সুন্দর নীল আকাশ দেখছি ।
যাদের শক্ত হাতে দেশ হয়েছে স্বাধীন
সেই সব বীরযোদ্ধা ও শহিদদের জানাই বিনম্রশ্রদ্ধা ।
তোমরা আছো, থাকবে বাঙ্গালী জাতির হৃদয়ে,
ঘুম ভাঙ্গানো পাখির মিষ্টি সুরে ।
আমি মুক্তি যুদ্ধ দেখিনি
মুক্তিযুদ্ধের গল্প শুনেছি ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অ ২৮/০৩/২০১৫বেশ ভালো ।।
-
সাইদুর রহমান ২৭/০৩/২০১৫দারুণ লাগলো।
-
সবুজ আহমেদ কক্স ২৬/০৩/২০১৫মুগ্ধ হলাম,
-
আবিদ আল আহসান ২৪/০৩/২০১৫Nice
-
শম্পা ২৪/০৩/২০১৫খুব সুন্দর।