মা
মা
,,,,,,,,
মা তুমি কি জিনিস,
বিশাল এ ভুবনে
যখন দেখি তুমার মুখ
দুঃখ থাকেনা মনে।।
মা তুমি অমর হয়ে থাকো
মোর জীবনের তরে।
ক্ষনিকের জন্য মা তুমি,
কাঁদাইওনা মোরে।
তুমি যদি মরে যাও মা,
কাঁদব দিবানিশি।
এ ভুবনে দেখব না আর
তুমার মুখের হাসি।
কবর পাশে দারিয়ে আমি
এতিম হয়ে কাঁদব
মা,মা বলে তোমায়
বারে বারে ডাকব।
উত্তর তুমি দিবেনাতো
থাকবে আমায় ভুলে,
নিজ গুনে ক্ষমা কর মা,,
ছিলাম তুমার কোলে,,,,।
,,,,,,,,
মা তুমি কি জিনিস,
বিশাল এ ভুবনে
যখন দেখি তুমার মুখ
দুঃখ থাকেনা মনে।।
মা তুমি অমর হয়ে থাকো
মোর জীবনের তরে।
ক্ষনিকের জন্য মা তুমি,
কাঁদাইওনা মোরে।
তুমি যদি মরে যাও মা,
কাঁদব দিবানিশি।
এ ভুবনে দেখব না আর
তুমার মুখের হাসি।
কবর পাশে দারিয়ে আমি
এতিম হয়ে কাঁদব
মা,মা বলে তোমায়
বারে বারে ডাকব।
উত্তর তুমি দিবেনাতো
থাকবে আমায় ভুলে,
নিজ গুনে ক্ষমা কর মা,,
ছিলাম তুমার কোলে,,,,।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
নাজমুল আহসান ০৮/০৩/২০১৫নেইকো তুলনা
-
মু.তারিফ উল ইসলাম তানিন ০৭/০৩/২০১৫অনেক সুন্দর
-
রক্তিম ০৬/০৩/২০১৫স্বাগত। বেশ ভালো ভাবনা।
-
রইস উদ্দিন খান আকাশ ০৬/০৩/২০১৫মা অন্যরকম একটা বিষয়, এমন কেউ নেই
-
সবুজ আহমেদ কক্স ০৬/০৩/২০১৫লিখার শুরুতে ডট ডট দিবার দরকার কি ছিলো