তোমার ভালোবাসা
তোমার ভালোবাসা আজ আর ছুঁয়ে যায়
না আমায়।
কিন্তু তোমার ভালোবাসার সীমানা আজ
ও পেরুতে পারিনি আমি।
তোমার ভালোবাসার ছোঁয়া আজ আর
হাসি ফোঁটায় না মুখে।
কিন্তু তোমার দেওয়া দুঃখ গুলো আজ আর আমায়
কাঁদাতে পারে না।
তোমার ভালবাসার ভেলায় আজ আর
আমি ভাসতে পারি না।
তাই বলে কিন্তু ডুবতেও পারছি না।
তোমার কথাগুলো আজ আর মধুর সুর
হয়ে কানে বাজে না।
তাই বলে কিন্তু আজ এ কানে অন্য কোনো সুর
বাজে না।
তোমার ছোঁয়া আজ কোনো শিহরণের
সৃষ্টি করে না।
তাই বলে কিন্তু আজ আর ওই মন শিহরিত হয়
না।
চলে গিয়ে ও কেনো বার বার ফিরে আসো
দুরে গিয়েও কেনো বার বার কাছে টানো?
না আমায়।
কিন্তু তোমার ভালোবাসার সীমানা আজ
ও পেরুতে পারিনি আমি।
তোমার ভালোবাসার ছোঁয়া আজ আর
হাসি ফোঁটায় না মুখে।
কিন্তু তোমার দেওয়া দুঃখ গুলো আজ আর আমায়
কাঁদাতে পারে না।
তোমার ভালবাসার ভেলায় আজ আর
আমি ভাসতে পারি না।
তাই বলে কিন্তু ডুবতেও পারছি না।
তোমার কথাগুলো আজ আর মধুর সুর
হয়ে কানে বাজে না।
তাই বলে কিন্তু আজ এ কানে অন্য কোনো সুর
বাজে না।
তোমার ছোঁয়া আজ কোনো শিহরণের
সৃষ্টি করে না।
তাই বলে কিন্তু আজ আর ওই মন শিহরিত হয়
না।
চলে গিয়ে ও কেনো বার বার ফিরে আসো
দুরে গিয়েও কেনো বার বার কাছে টানো?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আসাদুজ্জামান তালুকদার শাকিল ১০/০৩/২০১৫ভালো লেগেছে । শুভেচ্ছা কবি
-
অ ০৪/০৩/২০১৫দারুন ।।
-
স্বপন রোজারিও(১) ০৪/০৩/২০১৫ভালবাসার টানে দূরে চলে গিয়ে ও বার বার ফিরে আসে মানুষ।
-
রইস উদ্দিন খান আকাশ ০৪/০৩/২০১৫সুন্দর বিচ্ছেদের কবিতা