এক রুপালী আলো
এক রুপালী আলো দেখে ধূমকেতু ভেবে ভুল করেছি
ইন্দ্রমেঘ গুলোর ফাঁকে কোন বর্ষার মেঘ দেখে
আমি শিশির ভেজা ঘাস ভেবে ভুল করেছি।
সন্ধ্যার একটু পরেই বাদল-হাওয়ায় তোমার উড়ন্ত চুল দেখে
আমি আশ্বিনী মেঘ ভেবে ভুল করেছি।
নিরবধি কাল ধরে আমি শুধু ভুল করেই আসছি;
দৃষ্টি-অনুভূতি হারিয়ে যাচ্ছে ভুলের বশে।
আবার যখন কাঁপা কাঁপা হাত তোমার লাজুক অধর স্পর্শ করে
তুমি কিছুটা হেয়ালি ভঙ্গীতে বলে ওঠো--
বৃষ্টি নামাও,
আমি ভুল করে চাঁদের আলো স্পর্শ করে ফেলি
হিমালয়ের তুষের মত দেয়াল জুড়ে
তোমায় নিয়ে বাধাহীন পথ চলতে তখন আর একটু ও দ্বিধা হয়না ।
তুমি শুধু আবার কোন এক ভোরে পাখি হয়ে যাও
তোমার সোনালি ডানায় আগুন লাগা রোদে
পুড়ে পুড়ে আমি নিঃশেষ হয়ে যাই--
তুমি শীতের পাখি না হও,বরং উদাসি চোখের পাখি হয়ে যাও
সোনালি আগুনের মত তোমার আলোয় না হয় আবার আরেকটি ভোর দেখি।
ইন্দ্রমেঘ গুলোর ফাঁকে কোন বর্ষার মেঘ দেখে
আমি শিশির ভেজা ঘাস ভেবে ভুল করেছি।
সন্ধ্যার একটু পরেই বাদল-হাওয়ায় তোমার উড়ন্ত চুল দেখে
আমি আশ্বিনী মেঘ ভেবে ভুল করেছি।
নিরবধি কাল ধরে আমি শুধু ভুল করেই আসছি;
দৃষ্টি-অনুভূতি হারিয়ে যাচ্ছে ভুলের বশে।
আবার যখন কাঁপা কাঁপা হাত তোমার লাজুক অধর স্পর্শ করে
তুমি কিছুটা হেয়ালি ভঙ্গীতে বলে ওঠো--
বৃষ্টি নামাও,
আমি ভুল করে চাঁদের আলো স্পর্শ করে ফেলি
হিমালয়ের তুষের মত দেয়াল জুড়ে
তোমায় নিয়ে বাধাহীন পথ চলতে তখন আর একটু ও দ্বিধা হয়না ।
তুমি শুধু আবার কোন এক ভোরে পাখি হয়ে যাও
তোমার সোনালি ডানায় আগুন লাগা রোদে
পুড়ে পুড়ে আমি নিঃশেষ হয়ে যাই--
তুমি শীতের পাখি না হও,বরং উদাসি চোখের পাখি হয়ে যাও
সোনালি আগুনের মত তোমার আলোয় না হয় আবার আরেকটি ভোর দেখি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রহমান মোস্তাফিজ ০৩/০৩/২০১৫Poetic Frenzy.... really good
-
নহাজা য়াজিনা ০৩/০৩/২০১৫ভালো লেগেছে।
-
কুয়াশা রায় ০৩/০৩/২০১৫ভাল লাগল।
-
সবুজ আহমেদ কক্স ০৩/০৩/২০১৫মুগ্ধ হলাম
-
পিয়ালী দত্ত ০২/০৩/২০১৫ভাল
-
অ ০২/০৩/২০১৫চমৎকার লেখা ।
-
স্বপন রোজারিও(১) ০২/০৩/২০১৫Nice