আম্মু আমার
♦আম্মু আমার♦
বাঁধন খুলে দিলাম তোকে
নীল আকাশে ছেড়ে,
মন পাখি তুই যা উড়ে যা
পেখম নেড়ে নেড়ে!
মুক্ত হাওয়ায় খুশি মনে
দে মেলে দে ডানা,
যেথায় খুশি যেতে পারিস
নেই কোন আর মানা।
উড়ে উড়ে ঘুরে ফিরে
বলবি আমায় এসে,
কোন কাননে আম্মু আমার
হাসছে ফুলের বেশে।
কোন তারাটি আম্মু আমার
বলবি আমায় আরো,
আম্মু বিহীন এই পৃথিবী
ভালো লাগে কারো??
মা নেই যার বসতঘরে
পৃথিবী তার ফাঁকা,
শান্তি সুখের ফোঁটাও নেই
মনটা শুন্য খা খা!
# mr_sk
বাঁধন খুলে দিলাম তোকে
নীল আকাশে ছেড়ে,
মন পাখি তুই যা উড়ে যা
পেখম নেড়ে নেড়ে!
মুক্ত হাওয়ায় খুশি মনে
দে মেলে দে ডানা,
যেথায় খুশি যেতে পারিস
নেই কোন আর মানা।
উড়ে উড়ে ঘুরে ফিরে
বলবি আমায় এসে,
কোন কাননে আম্মু আমার
হাসছে ফুলের বেশে।
কোন তারাটি আম্মু আমার
বলবি আমায় আরো,
আম্মু বিহীন এই পৃথিবী
ভালো লাগে কারো??
মা নেই যার বসতঘরে
পৃথিবী তার ফাঁকা,
শান্তি সুখের ফোঁটাও নেই
মনটা শুন্য খা খা!
# mr_sk
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মনিরুজ্জামান শুভ্র ১৬/১০/২০১৪মায়ের চেয়ে আপন কেহ নাই ...।। অনেক ভাল লাগলো ।
-
স্বপন রোজারিও(১) ১৬/১০/২০১৪মা ছাড়া আপন কেউ নে্ই পৃথিবীতে।
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ১৬/১০/২০১৪মাকে নিয়ে লেখা ভালো লাগলো.
-
শিমুল শুভ্র ১৬/১০/২০১৪বেশ ভালো লাগলো