খুব মনে পড়ছে আজ তোমায়
প্রলাপ বকার সময়
অবশেষে ফুরিয়ে এলো।
এসে গেছে মৃত্যুদূত।
আর বেশিক্ষন
অপেক্ষা করতে হবেনা, এই
জীবনের অবসান ঘটতে।
ছটফট করছে সে, মৃত্যু যন্ত্রনায় নয়;
প্রভুর সাক্ষাতে বিলম্ব হচ্ছে তাই।
অবশেষে স্বস্তির নিঃশ্বাস
ফেলে স্থির হয়ে গেল সে।
মুখে পরিতৃপ্তির হাসি।
পৌঁছে গেছে সে আপন ঠিকানায়।
মায়াবী সেই মুখের এক
চিলতে হাসিই ছিল আমাদের জন্য
তার শেষ উপহার।
অবশেষে ফুরিয়ে এলো।
এসে গেছে মৃত্যুদূত।
আর বেশিক্ষন
অপেক্ষা করতে হবেনা, এই
জীবনের অবসান ঘটতে।
ছটফট করছে সে, মৃত্যু যন্ত্রনায় নয়;
প্রভুর সাক্ষাতে বিলম্ব হচ্ছে তাই।
অবশেষে স্বস্তির নিঃশ্বাস
ফেলে স্থির হয়ে গেল সে।
মুখে পরিতৃপ্তির হাসি।
পৌঁছে গেছে সে আপন ঠিকানায়।
মায়াবী সেই মুখের এক
চিলতে হাসিই ছিল আমাদের জন্য
তার শেষ উপহার।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
এম এস সজীব ১৬/০১/২০১৫অনেক ভাল
-
আসাদুজ্জামান নূর ২১/১০/২০১৪NO.......
-
জসীম উদ্দীন মুহম্মদ ১৪/১০/২০১৪খুব ভাল লেগেছে --।
-
শিমুল শুভ্র ১৪/১০/২০১৪বাহ!!