প্রতারিত শব্দ ধর্ষিতা বাক্য
প্রতারিত শব্দ!
ধর্ষিতা বাক্য!!
ধবনির লেখ্য রুপ অক্ষর, শব্দ
ও বাক্য। পবিত্র এ অক্ষর
গুলি শব্দের রুপ নেয়।
সাঁজানো শব্দের সুন্দর বন্ধনের
নাম বাক্য। তবে এই পবিত্র
অক্ষর গুলি যখন শব্দের রুপ
নেয়, কখনো সখনো প্রতারিত
হয়; হয়ত প্রতিনিয়ত।
এই প্রতারণার ফাঁদ
থেকে ধর্ষিতা হয়ে আসে বাক্য
গুলিও।
মূল কথাঃ নিরেট প্রেম, নিঁখুত
ভালবাসা, স্বার্থহীন বন্ধুত্ব;
সর্বোপরি নিটোল বন্ধন।
এগুলি সমাজ বন্ধনের সাঁকো,
জাতি তৈরীর উৎস।
এগুলি বিহীন পুরো জগত
অর্থহীন, বিকল হয়ে পড়ে সব
নিয়ম।
তাৎপর্যহীন হয়ে যায় সব
বন্ধন। তিক্ত হয়ে যায়
পৃথিবী। বেড়ে যায় আত্নহত্যা।
দু'টি মনের মিলনের শব্দ
সংক্ষেপ প্রেম। তা পবিত্র।
হতে পারে মা-বাবার সাথে, ভাই
বোনের সাথে, অপরিচিত কোন
মানবের সাথে, বন্ধুর সাথে।
তখন আকাশে বাতাসে দোল খায়
প্রেম, বন্ধুত্ব। সেই প্রেমের
সাঁকোতে স্থির
হয়ে থাকে পুরো জগত।
পূর্বে,
নিকটবর্তী পূর্বে শোনা মেয়েরা ধর্ষিতা হচ্ছে।
পুরুষেরা হচ্ছে প্রতারিত।
স্বার্থের বৃত্তে ঘোরপাক
খাচ্ছে বন্ধুত্বের জাল।
তখন মেয়েরা আত্নহত্যার পথের
পথিক হয়। পুরুষেরা হয় মাদক
নামের গ্রাহক।
আর এখন?
প্রেম, ভালবাসা, বন্ধুত্ব শব্দ
গুলি-ই প্রতারিত হচ্ছে।
ধর্ষিতা হচ্ছে "আমি তোমাকে ভালোবাসি নিরেটভাবে"
আমি তোমাকে মিস
করি নিটোলভাবে"
বন্ধু! তোকে বিশ্বাস
করি নিঁখোত ভাবে"
অভিধানে বেঁচে থাকা প্রেম
বন্ধুত্ব শব্দগুলির কী দোষ
ছিল?
কি অপরাধ ছিল এই
বাক্যগুলির?!
(আজ এক ঘনিষ্ঠ জনের কাছ
থেকে শোনা এক অসম গল্পের
একটু নির্যাস। মূল
কাহিনী বড়-ই নিদারুণ)
ধর্ষিতা বাক্য!!
ধবনির লেখ্য রুপ অক্ষর, শব্দ
ও বাক্য। পবিত্র এ অক্ষর
গুলি শব্দের রুপ নেয়।
সাঁজানো শব্দের সুন্দর বন্ধনের
নাম বাক্য। তবে এই পবিত্র
অক্ষর গুলি যখন শব্দের রুপ
নেয়, কখনো সখনো প্রতারিত
হয়; হয়ত প্রতিনিয়ত।
এই প্রতারণার ফাঁদ
থেকে ধর্ষিতা হয়ে আসে বাক্য
গুলিও।
মূল কথাঃ নিরেট প্রেম, নিঁখুত
ভালবাসা, স্বার্থহীন বন্ধুত্ব;
সর্বোপরি নিটোল বন্ধন।
এগুলি সমাজ বন্ধনের সাঁকো,
জাতি তৈরীর উৎস।
এগুলি বিহীন পুরো জগত
অর্থহীন, বিকল হয়ে পড়ে সব
নিয়ম।
তাৎপর্যহীন হয়ে যায় সব
বন্ধন। তিক্ত হয়ে যায়
পৃথিবী। বেড়ে যায় আত্নহত্যা।
দু'টি মনের মিলনের শব্দ
সংক্ষেপ প্রেম। তা পবিত্র।
হতে পারে মা-বাবার সাথে, ভাই
বোনের সাথে, অপরিচিত কোন
মানবের সাথে, বন্ধুর সাথে।
তখন আকাশে বাতাসে দোল খায়
প্রেম, বন্ধুত্ব। সেই প্রেমের
সাঁকোতে স্থির
হয়ে থাকে পুরো জগত।
পূর্বে,
নিকটবর্তী পূর্বে শোনা মেয়েরা ধর্ষিতা হচ্ছে।
পুরুষেরা হচ্ছে প্রতারিত।
স্বার্থের বৃত্তে ঘোরপাক
খাচ্ছে বন্ধুত্বের জাল।
তখন মেয়েরা আত্নহত্যার পথের
পথিক হয়। পুরুষেরা হয় মাদক
নামের গ্রাহক।
আর এখন?
প্রেম, ভালবাসা, বন্ধুত্ব শব্দ
গুলি-ই প্রতারিত হচ্ছে।
ধর্ষিতা হচ্ছে "আমি তোমাকে ভালোবাসি নিরেটভাবে"
আমি তোমাকে মিস
করি নিটোলভাবে"
বন্ধু! তোকে বিশ্বাস
করি নিঁখোত ভাবে"
অভিধানে বেঁচে থাকা প্রেম
বন্ধুত্ব শব্দগুলির কী দোষ
ছিল?
কি অপরাধ ছিল এই
বাক্যগুলির?!
(আজ এক ঘনিষ্ঠ জনের কাছ
থেকে শোনা এক অসম গল্পের
একটু নির্যাস। মূল
কাহিনী বড়-ই নিদারুণ)
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।