কমলা চিবুক
ফারুক আজিজ
আজি এখন বসে আছি
শাদা আকাশের ভাঁজে,
মন-বিন্দুতে ফিনকি কেন
জীবনটা যেন বাজে।
নীলপরীর কমলা চিবুক
ভাসে চোখের তারায়,
কপোল বেয়ে নীরের স্রোত
আজো কেন ঝরায়?
নীল হরিনীর নীলাভ চাহনী
কেন এতো পড়ে মনে,
ফাগুন এসে ও পুষ্পগুলি
কেন ঝরে অযতনে।
আজি এখন বসে আছি
শাদা আকাশের ভাঁজে,
মন-বিন্দুতে ফিনকি কেন
জীবনটা যেন বাজে।
নীলপরীর কমলা চিবুক
ভাসে চোখের তারায়,
কপোল বেয়ে নীরের স্রোত
আজো কেন ঝরায়?
নীল হরিনীর নীলাভ চাহনী
কেন এতো পড়ে মনে,
ফাগুন এসে ও পুষ্পগুলি
কেন ঝরে অযতনে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রাশেদ আহমেদ শাওন ২৩/০২/২০১৪অসাধারণ