হে তরুণ-যুবা
হে তরুণ-যুবা
ফারুক আজিজ
১০-০১-২০১৪
এসো হে তরুণ-যুবা
বুকে রেখে বল,
সত্যের নিশান হাতে লয়ে
সামনে চলরে চল।
তুমি হবে উমর তারিক
তুমি বীরের দল,
কেন তুমি নুয়ে আছো?
সামনে চলরে চল।
তুমি আনবে কুড়িয়ে হীরা
থেকে সাগর তল,
তোমার মাঝে সুপ্ত ধরা
সামনে চলরে চল।
শিশির মাঝে তোমার ছবি
করবে তো জ্বলজ্বল,
কেন তুমি মনের মরা?
সামনে চলরে চল।
তোমার আছে স্বাধীন নিশান
একটু স্বরে বল,
পরাধীনের শিকলে কেন?
সামনে চলরে চল।
ফারুক আজিজ
১০-০১-২০১৪
এসো হে তরুণ-যুবা
বুকে রেখে বল,
সত্যের নিশান হাতে লয়ে
সামনে চলরে চল।
তুমি হবে উমর তারিক
তুমি বীরের দল,
কেন তুমি নুয়ে আছো?
সামনে চলরে চল।
তুমি আনবে কুড়িয়ে হীরা
থেকে সাগর তল,
তোমার মাঝে সুপ্ত ধরা
সামনে চলরে চল।
শিশির মাঝে তোমার ছবি
করবে তো জ্বলজ্বল,
কেন তুমি মনের মরা?
সামনে চলরে চল।
তোমার আছে স্বাধীন নিশান
একটু স্বরে বল,
পরাধীনের শিকলে কেন?
সামনে চলরে চল।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।