www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

রক্ত প্রবাহ চোখের জলে

রক্ত প্রবাহ চোখের জলে!
ফারুক আজিজ
০৮-০১-২০১৪

ফুলের মালঞ্চে তোমার নাম
হৃদের ভিতরে আঁকা ছবি
তোমার তরে হয়ত আমি কবি।

তোমার নাম যে জঁপি অবিরাম
কালের প্রবাহে আঁকা তুমি
তুমি তো মনের ছন্দ-ভূমি।

তোমারি ললাটে মসৃন চুমা!
ঝাপসা হয়ে আঁকা যে চাপ
কষ্মিনকালে ও রবে সে তাপ।

প্রেমের বসন্তে অস্ত-লোনা!
এতো কলমের কালি নয়
কোনকালে কোনদিন হবে ক্ষয়।

রক্ত প্রবাহ চোখের জলে!
পানির স্রোত রবে থেমে
কালের গতি কি অবিরামে?

এতো ব্যথা মনের তলে!
রাখবো কিবা তারে ধরে
এ কোন পৃথিবীর 'পরে!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯৮৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৮/০১/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • এফ সাকি ০৯/০১/২০১৪
    আহ!কি স্রোতধারা রক্তের
    তুলনা কোথা এমন ভক্তের
    পাবে কেউ কি খুঁজে,
    আকাশের নীলে খালে বা বিলে
    ফসলের মাঠে কি পুকুরের ঘাটে
    বিস্তৃত চাদর সবুজে।
  • সুন্দর! ভালো লাগল দাদা।
  • אולי כולנו טועים ০৮/০১/২০১৪
    valo
    • ফারুক আজিজ ০৯/০১/২০১৪
      boRoder nirdesona ebong duya-i amader prerona..........
 
Quantcast