www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

খসড়া

কষ্ট, আমার কাছে মহৎ. আমার প্রাণ, আমার
মন, আমার তন, আমার অস্থিত্ব। কষ্ট
আমাকে যতো ভালোবাসে আমি ও
অনিচ্ছা সত্ত্বে আরো বেশী ভালোবাসি।
ভালোবাসি বলে-ই আমাকে এতো ভালোবাসে।
আনন্দের ধর্ম সংক্রামক। তবে কষ্ট কি অ-
সংক্রামক! সংক্রামক, তবে আমার পুরো শরীর
জুড়ে, রক্তে- শিরায় শিরায়...
হয়ত আমি মরে যাবো কোন তুচ্ছ জিনিসের
জন্য একটি গোলাব ছিড়ঁতে গিয়ে,
হাতে কাটাঁ বিঁধে।
হয়ত আমি মরে যাবো কোন অ-প্রান বস্তুর
জন্য, কোন একটি কাগজ কুঁড়াতে গিয়ে। হয়ত
আমি মরে যাবো রেলের বিটে হাটঁতে গিয়ে,
কেঁটে যাবে একটি পা.....
জীবনের পাতায় পাতায় কষ্টের লেপন..
ফারুক আজিজ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯৫৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৩/০১/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • এফ সাকি ০৪/০১/২০১৪
    হ্যাঁ!এখন এমনই পরিস্থিতি।আর অস্তিত্বটা ঠিক রাখা প্রয়োজন।
 
Quantcast